PBKS vs RCB Qualifier 1: আইপিএল প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামছে পাঞ্জাব বনাম বেঙ্গালুরু (PBKS vs RCB 2025)।

PBKS vs RCB Qualifier 1: বিশ্বের অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা তথা আইপিএল-এর মঞ্চে অন্যতম একটি উপভোগ্য ম্যাচ হতে চলেছে এটি (rcb vs punjab)। সত্যিই যেন ২২ গজে মহারণ। বৃহস্পতিবার সন্ধ্যায়, চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Punjab Kings vs Royal Challengers Bengaluru)।

সেই ম্যাচেই টসে জিতে বোলিং নিল আরসিবি

Scroll to load tweet…

কার্যত, হাড্ডাহাড্ডি এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে চাইবে দুই দলই। তাই অবশ্যই এদিন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার, প্রিয়াংশ আর্য, প্রভসিমরণ সিং, জশ ইংলিস, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং এবং আর্শদীপ সিং-এর দিকে নজর রাখতেই হবে (kings vs royal challengers)। আর ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে, বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি, ফিল সল্ট, অধিনায়ক রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা এবং জশ হ্যাজেলউডরা যখন তখন ম্যাচের রঙ বদলে দিতে পারেন (rcb vs pbks qualifier 1)।

অসাধারণ ফর্মে কোহলি এবং শ্রেয়স আইয়ার

পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজে ভালো ফর্মে আছেন। যার সুফল পাচ্ছে তাঁর দলও। গত মরশুমে কেকেআর-কে চ্যাম্পিয়ন করেছিলেন। এবার যদিও মেগা অকশনে নাইটরা তাঁকে ছেঁটে ফেলে। কিন্তু পাঞ্জাব শ্রেয়সকে রেকর্ড অর্থের বিনিময়ে দলে নেয়। আর সেই পাঞ্জাবে যোগ দিয়েই ফের একবার জাত চেনালেন শ্রেয়স আইয়ার। আর বিরাট কোহলি তো নিঃসন্দেহে দুরন্ত ক্রিকেট উপহার দিচ্ছেন। যেটা বেঙ্গালুরুর জন্য ভীষণ ভালো একটা দিক (PBKS vs RCB live update)।

Scroll to load tweet…

তাছাড়া দুটি দলেরই টিম কম্বিনেশন দারুণ জায়গায় আছে। যেটা নক-আউট পর্বের ম্যাচে বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে, গ্রুপ পর্যায়ের লড়াই শেষে পাঞ্জাব ছিল ১ নম্বরে এবং বেঙ্গালুরু ছিল ২ নম্বরে। অর্থাৎ, এদিন এক বনাম দুইয়ের লড়াই (PBKS vs RCB Live score)।

দুটি দলের প্রথম একাদশে কারা রয়েছেন?

পাঞ্জাব কিংসঃ প্রিয়াংশ আর্য, প্রভসিমরণ সিং, জশ ইংলিস (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমতুল্লাহ ওমরজাই, হরপ্রীত ব্রার, আর্শদীপ সিং, কাইলে জেমিয়েসন

ইমপ্যাক্ট সাবঃ বিজয়কুমার ভিশাক, প্রবীণ দুবে, সূর্যাংশ শেডগে, মুশির খান, জেভিয়ার বার্টলেট।

Scroll to load tweet…

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড, সুয়শ শর্মা

ইমপ্যাক্ট সাবঃ ময়াঙ্ক আগরওয়াল, রাসিখ সালাম, মনোজ ভান্ডাগে, টিম সেফার্ট, স্বপ্নিল সিং।

পরিসংখ্যান কী বলছে?

Scroll to load tweet…

গত ২০২০ সাল থেকে মোট ৬টি মরশুমের মধ্যে ৫টিতেই প্লে-অফে উঠেছে আরসিবি (pbks vs rcb 2025)। কিন্তু এই প্রথমবার তারা লিগ টেবিলের দ্বিতীয় দল হিসেবে খেলতে নামছে। উল্টোদিকে, পাঞ্জাবও গত মরশুমে পরাজিত হয় নক-আউট পর্বে (Punjab Kings vs Royal Challengers Bengaluru)। তবে এবার পরিস্থিতি অনেক আলাদা। দুটি দলই মারাত্মক ফর্মে আছে। কিন্তু ম্যাচ চণ্ডীগড়ের মাঠে, তাহলে কি বাড়তি সুবিধা পাবে পাঞ্জাব? উত্তর দেবে সময়। 

খেলা শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।