অস্ট্রেলিয়া সফরের আগে জোড়া রঞ্জি ম্যাচ খেলবেন শামি, জানালেন লক্ষ্মীরতন
বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলার মাধ্যমেই জাতীয় দলে সুযোগ পান পেসার মহম্মদ শামি। চোট সারিয়ে ফের জাতীয় দলে ফেরার লক্ষ্যে বাংলার হয়ে ফের রঞ্জি ট্রফিতে খেলতে নামছেন শামি। তিনি অস্ট্রেলিয়া সফরের আগে ম্যাচ ফিট হয়ে উঠতে চাইছেন।

দীর্ঘদিন পর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে নামছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি
জাতীয় দলের হয়ে খেলা এবং চোটের কারণে দীর্ঘদিন বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারেননি মহম্মদ শামি। তবে এবার বাংলার হয়ে খেলবেন এই পেসার।
অস্ট্রেলিয়া সফরের আগে ফিট হয়ে ওঠার লক্ষ্যেই রঞ্জি ট্রফিতে মহম্মদ শামি
এক বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে মহম্মদ শামি। তিনি চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন। এবার ম্যাচ ফিট হয়ে ওঠাই এই পেসারের লক্ষ্য।
বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে কর্ণাটক ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে পারেন মহম্মদ শামি
বাংলার রঞ্জি দলের প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, চতুর্থ ও পঞ্চম ম্যাচে কর্ণাটক, মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে খেলতে পারেন মহম্মদ শামি।
অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফিরতে হলে দ্রুত ফিট হতে হবে মহম্মদ শামিকে
২২ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। ফলে ম্যাচ ফিট হয়ে ওঠার জন্য মহম্মদ শামির কাছে খুব বেশি সময় নেই।
মহম্মদ শামি ভারতীয় দলে ফিরলে অস্ট্রেলিয়া সফরে পেস বোলিং বিভাগের শক্তি বাড়বে
এখন ভারতীয় দলের পেস বোলিং বিভাগে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় জসপ্রীত বুমরা। তাঁর পাশে মহম্মদ শামি থাকলে ভারতের পেস বিভাগের শক্তি বেড়ে যাবে।
অস্ট্রেলিয়া সফরের আগে ফিট হয়ে উঠবেন মহম্মদ শামি, আশাবাদী লক্ষ্মীরতন শুক্লা
মহম্মদ শামির প্রশংসা করে লক্ষ্মীরতন শুক্লা বলেছেন, ‘ও ভারতের জন্য মূল্যবান খেলোয়াড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ওকে ভারতীয় দলের দরকার। সম্প্রতি ও বলেছে, অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে জোড়া ম্যাচ খেলতে চায়। রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে ওর পক্ষে ভালো হবে।’
অস্ট্রেলিয়া সফরে বাংলার ক্রিকেটারদের সাফল্য কামনা করছেন লক্ষ্মীরতন শুক্লা
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় এ দলে বাংলার তিনজন ক্রিকেটার আছেন। এরপর সিনিয়র দলে মহম্মদ শামি সুযোগ পেলে বাংলার ক্রিকেটের পক্ষে ভালো হবে বলে আশাবাদী লক্ষ্মীরতন শুক্লা।
গোড়ালির চোট সারাতে অস্ত্রোপচার করিয়েছেন, এখন ফিট হয়ে উঠেছেন মহম্মদ শামি
গোড়ালির চোট সারানোর জন্য এ বছরের ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করিয়েছেন মহম্মদ শামি। তিনি এখন সুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন।
বেঙ্গালুরু টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর সেন্টার উইকেটে বোলিং করেন মহম্মদ শামি
বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর সেন্টার উইকেটে ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে বোলিং করেন মহম্মদ শামি। তিনি জানান, বোলিং করার সময় পায়ে ব্যথা করছে না।
১০০ শতাংশ ফিট হয়ে উঠলে নিশ্চিতভাবে অস্ট্রেলিয়া সফরে সুযোগ পাবেন মহম্মদ শামি
সম্প্রতি ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না মহম্মদ সিরাজ। তিনি পুণে টেস্ট ম্যাচে বাদ পড়েছেন। এই পরিস্থিতিতে মহম্মদ শামির ভারতীয় দলে ফেরা জরুরি।