সংক্ষিপ্ত

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলার ঘরে এসেছিল ৩ পয়েন্ট।

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলার ঘরে এসেছিল ৩ পয়েন্ট। আর এবার ঘরের মাঠে পুরো ৭ পয়েন্টই লক্ষ্য ছিল বাংলার।

কারণ, প্রতিপক্ষ ছিল বিহার। কিন্তু কল্যাণীর ২২ গজে খেলাই হল না সারাদিন। বৃষ্টির কথা বলা হলেও এমনিতে রোদ ছিল সারাদিন। তারপরেও কেন কল্যাণীর মাঠে খেলা হল না, সেই বিষয়ে একেবারেই খুশি নয় বাংলা দল।

উল্লেখ্য, এবার রঞ্জিতে যথেষ্ট শক্ত গ্রুপে রয়েছে বাংলা। তাই স্বাভাবিকভাবেই বিহারের থেকে পুরো পয়েন্ট পেতে মরিয়া ছিল গোটা দল। কিন্তু প্রথমদিন নষ্ট হওয়ার ফলে, সেটা আদৌ কতদূর সম্ভব, তা ভাবাচ্ছে বাংলা দলকে। কিন্তু এদিন কল্যাণীতে বেশ রোদ ছিল, খেলাও শুরু করা যেত।

কিন্তু গতকাল বৃষ্টি হওয়ার ফলে মাঠ ভিজে ছিল। সেভাবে কভারের ব্যবস্থা ছিল না এবং মাঠ শুকনো করারও পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না। মাঠ কর্তৃপক্ষও স্বীকার করে নিয়েছে যে, রঞ্জির ম্যাচ আয়োজন করার জন্য আরও প্রস্তুতির দরকার ছিল। তবে এই পরিমাণ যে বৃষ্টি হবে, সেটাও বোঝা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তারা।

এবার যদি শুক্রবারও যদি ভারী বৃষ্টি হয়, তাহলে এই পরিকাঠামোয় দ্বিতীয় দিনের খেলাও ভেসে যেতে পারে বলে মনে করছেন অনেকে। সেক্ষেত্রে ঘরের মাঠেও মাত্র ৩ পয়েন্ট পেয়েই খুশি থাকতে হবে বাংলাকে।

এই অবস্থায় দাঁড়িয়ে, বেশ চিন্তায় বাংলা শিবির। বিহার আগের ম্যাচেই একটি ইনিংসে হেরেছে। এই গ্রুপে কর্ণাটক, পাঞ্জাব, কেরালার মতো শক্তিশালী দলও রয়েছে। সেখানে ৩ পয়েন্ট নিয়ে বাংলা ৩ নম্বরে থাকলেও আগামীর লড়াই বেশ কঠিন। তার মধ্যে চিন্তা বাড়িয়েছে কল্যাণীর এই মাঠ। অন্যদিকে, বাংলার হয়ে শততম প্রথম শ্রেণির ম্যাচ খেলার জন্য সম্মান জানানো হয় অভিমন্যু ঈশ্বরণকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।