সংক্ষিপ্ত

গতবার রঞ্জি ট্রফিতে রানার্স হলেও, এবার লড়াই কঠিন করে ফেলেছে বাংলা। আবহাওয়ার শিকার যেমন হতে হয়েছে, তেমনই খারাপ পারফরম্যান্সের খেসারতও দিতে হচ্ছে।

এবারের রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত অপরাজিত থাকলেও, ইডেন গার্ডেন্সে মুম্বইয়ের বিরুদ্ধে হারের মুখে বাংলা। প্রথম ইনিংসে মুম্বইয়ের ৪১২ রানের জবাবে ১৯৯ রানে অলআউট হয়ে গেল বাংলা। মাত্র ৪ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। ১০৮ রান করে অপরাজিত থাকেন বহু যুদ্ধের নায়ক অনুষ্টুপ মজুমদার। কিন্তু তিনি সতীর্থদের কাছ থেকে খুব বেশি সাহায্য পাননি। তাঁকে কিছুটা সঙ্গ দেন অধিনায়ক মনোজ তিওয়ারি (৩৬)। অভিষেক পোড়েল করেন ১৩ রান। করণ লাল করেন ১৪ রান। প্রথম ইনিংসে মুম্বইয়ের চেয়ে ২১৩ রানে পিছিয়ে বাংলা। এই ম্যাচের এখনও ২ দিন বাকি। মুম্বই যদি ফলো অন না করায়, তাহলে বাংলার পক্ষে ম্যাচ আরও কঠিন হয়ে যাবে।

ঘরের মাঠে বিপাকে বাংলা

এবারের রঞ্জি ট্রফিতে বাংলার টপ অর্ডার খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না। মুম্বইয়ের বিরুদ্ধেও ব্যর্থ হলেন ওপেনার সৌরভ পাল (০) ও শ্রেয়াংস ঘোষ (৫)। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৬ রান করেই আউট হয়ে যান সুদীপ কুমার ঘরামি। ৪ রান করেন সূরজ সিন্ধু জয়সোয়াল। মহম্মদ কাইফ করেন ৮ রান। ঈশান পোড়েল করেন ১ রান। রান করার আগেই আউট হয়ে যান অঙ্কিত মিশ্র। মুম্বইয়ের হয়ে ৬৩ রান দিয়ে ৩ উইকেট নেন মোহিত অবস্থী। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন অধিনায়ক শিবম দুবে। ৫৮ রান দিয়ে ২ উইকেট নেন রয়স্টন দিয়াজ। ২৮ রান দিয়ে ১ উইকেট নেন ধবল কুলকার্ণি। ৫ রান দিয়ে ১ উইকেট নেন তনুশ কোটিয়ান।

বাংলার পক্ষে কোয়ার্টার ফাইনালে খেলা কঠিন

রঞ্জি ট্রফি এলিট গ্রুপ বি-তে এখন ৪ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে মুম্বই। ৪ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই। ৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। ফলে বাংলার পক্ষে কোয়ার্টার ফাইনাল খেলা কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন বিরাট কোহলি, জানালেন এবি ডিভিলিয়ার্স

Jasprit Bumrah: অলি পোপকে বোকা বানিয়ে বিষাক্ত ইয়র্কারে বোল্ড জসপ্রীত বুমরার, ভাইরাল ভিডিও

India Vs England: বুমরা-কুলদীপের অসাধারণ বোলিংয়ে বিধ্বস্ত ইংল্যান্ড, জয়ের স্বপ্ন ভারতের