- Home
- Sports
- Cricket
- জম্মু ও কাশ্মীরের প্রথম ব্যাটার হিসেবে রঞ্জি ট্রফিতে ২ ইনিংসেই শতরান, ইতিহাস আবদুল সামাদের
জম্মু ও কাশ্মীরের প্রথম ব্যাটার হিসেবে রঞ্জি ট্রফিতে ২ ইনিংসেই শতরান, ইতিহাস আবদুল সামাদের
ক্রিকেটে এখনও পর্যন্ত দল হিসেবে খুব একটা উন্নতি করতে পারেনি জম্মু ও কাশ্মীর। তবে উপত্যকার কয়েকজন ক্রিকেটার ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। আইপিএল-এর পাশাপাশি জাতীয় দলেও সুযোগ পেয়েছেন উপত্যকার ক্রিকেটাররা।

রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়লেন জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার আবদুল সামাদ
রঞ্জি ট্রফিতে ওড়িশার বিরুদ্ধে ম্যাচের দুই ইনিংসেই শতরান করলেন জম্মু ও কাশ্মীরের ব্যাটার আবদুল সামাদ। তিনিই জম্মু ও কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে দুই ইনিংসেই শতরান করলেন।
কটকের বারাবটি স্টেডিয়ামে ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং আবদুল সামাদের
ওড়িশার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ১২৭ রান করেন আবদুল সামাদ। এরপর দ্বিতীয় ইনিংসে ১০৮ রান করেন এই ব্যাটার।
ওড়িশার বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের হয়ে একমাত্র আবদুল সামাদই বড় রান করেছেন
ওড়িশার বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের দুই ইনিংসেই আবদুল সামাদ ছাড়া অন্য কোনও ব্যাটার বড় রান পাননি। অন্য কোনও ব্যাটার অর্ধশতরানও করতে পারেননি।
এবারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বড় রান না পেলেও, দ্বিতীয় ম্যাচেই ভালো ব্যাটিং আবদুল সামাদের
এবারের রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের প্রথম ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে ২৩ রান করে আউট হয়ে গেলেও, দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসেই বড় রান পেলেন আবদুল সামাদ।
আইপিএল ২০২৫ নিলামের আগে রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে বড় রান করাই আবদুল সামাদের লক্ষ্য
আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন আবদুল সামাদ। আগামী আইপিএল-এর নিলামে ভালো দর পাওয়ার লক্ষ্যে তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাতে চাইছেন।