Ranji Trophy 2025: দ্বিতীয় দিনের শেষে রেলওয়েজের স্কোর, ৫ উইকেট হারিয়ে ৯৭ রান। পিছিয়ে ৩৭৭ রানে। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলা। ওপেনার আদিত্য পুরোহিত খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
Ranji Trophy 2025: রানের পাহাড় গড়ল বাংলা। রঞ্জি ট্রফির অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে, সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলা বনাম রেলওয়েজ (bengal vs railways live score)। শনিবার থেকে শুরু হয়েছে সেই ম্যাচ (bengal vs railways ranji trophy)।
বিরাট স্কোর বাংলার
দ্বিতীয় দিনের শেষে রেলওয়েজের স্কোর, ৫ উইকেট হারিয়ে ৯৭ রান। পিছিয়ে ৩৭৭ রানে। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলা। ওপেনার আদিত্য পুরোহিত খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
এছাড়া অধিয়ায়ক সুদীপ কুমার ঘরামির ভাঁড়ারে শূন্য। শাকির হাবিব গান্ধীর ঝুলিতে ২৮ রান এবং সুরাজ সিন্ধু জয়সওয়ালের ঝুলিতে মাত্র ৫ রান। কিন্তু দলের কঠিন সময়ে হাল ধরেন অনুষ্টুপ মজুমদার। তাঁর দুরন্ত সেঞ্চুরির সুবাদেই সুবিধাজনক জায়গায় পৌঁছে যায় বাংলা। ১৩৫ রানের অসাধারণ ইনিংস উপহার দেন তিনি।
অপরদিকে, শাহবাজ আহমেদও ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। আর সুমন্ত গুপ্তর কথা বলতেই হয়। তাঁর শতরানের সুবাদে বাংলা কার্যত, রানের পাহাড় গড়তে সক্ষম হয়। সুমন্ত ১২০ রানের উপহার দেন।
বাংলার ইনিংস শেষ হয় ৪৭৪ রানে
এছাড়া বিশাল সুনীল ভাটি করেন ৩৬ রান এবং রাহুল প্রসাদের সংগ্রহে ৪০ রান। মহম্মদ কাইফ করেন ৬ রান। বাংলার ইনিংস শেষ হয় ৪৭৪ রানে। রেলওয়েজের হয়ে ৪ উইকেট নেন কুণাল যাদব, ২টি করে উইকেট পেয়েছেন আদর্শ সিং এবং কর্ণ শর্মা। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন জুবেইর আলী খান এবং ভার্গব মেরাই।
জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই বেকায়দায় পড়ে রেলওয়েজ। ওপেনার জুবেইর আলী খান খালি হাতে ফিরে যান, বিবেক সিং করেন ৪ রান, অধিনায়ক প্রথম সিং-এর ঝুলিতে ১১ রান, মহম্মদ সাইফ শূন্য এবং সুরাজ আহুজার ঝুলিতে ১৯ রান।
দ্বিতীয় দিনের শেষে, রেলওয়েজের স্কোর, ৫ উইকেট হারিয়ে ৯৭ রান। তারা পিছিয়ে ৩৭৭ রানে। ক্রিজে ভার্গব মেরাই ৩৭ রানে এবং উপেন্দ্র যাদব ২০ রানে অপরাজিত রয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
