সংক্ষিপ্ত
অন্যদিকে, হরিয়ানার বিরুদ্ধে প্রবল চাপে বাংলা।
রঞ্জি ট্রফিতে দ্বিতীয় দিনেই পরাজিত ঋষভ পন্থের দিল্লী। বল হাতে কার্যত, ম্যাজিক দেখালেন রবীন্দ্র জাদেজা।
অন্যদিকে, হরিয়ানার বিরুদ্ধে প্রবল চাপে বাংলা। ব্যাটিং ব্যর্থতার পর, বোলিংয়েও আশার আলো দেখাতে পারলেন না মুকেশ কুমাররা। দ্বিতীয় দিনের শেষে বাংলা আপাতত পিছিয়ে আছে ১৯০ রানে।
ঘরোয়া প্রতিযোগিতায় কেন তারকা ক্রিকেটাররা খেলেন না? এই নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল হয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট। অবশেষে রোহিত-পন্থরা রঞ্জি খেলতে নামলেও চূড়ান্ত ব্যর্থ হলেন। আবার ১২ উইকেট নিয়ে সৌরাষ্ট্রের হয়ে যেন ম্যাজিক দেখালেন জাদেজা।
প্রথমে ব্যাট করে দিল্লী ১৮৮ রান তোলে। ঋষভ পন্থ মাত্র ১ রান করেন। জাদেজা তোলেন ৫টি উইকেট। জবাবে ২৭১ রান করে সৌরাষ্ট্র। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার শিকার হয় দিল্লী। জাদেজার বলে মাত্র ১৭ রান করে আউট হয়ে যান পন্থ। এই ইনিংসে জাদেজা নেন ৭ উইকেট। এদিকে দিল্লীর ইনিংসও শেষ হয়ে যায় মাত্র ৯৪ রানে। কোনও উইকেট না হারিয়ে ১৫ রান করে ম্যাচ জিতে নেয় সৌরাষ্ট্র।
অন্যদিকে কল্যাণী স্টেডিয়ামে ক্রমশ চাপ বাড়ছে বাংলার উপর। প্রথম ইনিংসে সুরজ সিন্ধু জয়সওয়ালের বোলিংয়ে মাত্র ১৫৭ রানে গুঁটিয়ে যায় হরিয়ানার ইনিংস। কিন্তু বাংলার ব্যাটাররা একেবারেই ভরসা দিতে পারলেন না। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভেঙে অভিষেক হওয়া ১৫ বছরের অঙ্কিত চ্যাটার্জি করেন মাত্র ২৯ রান। অভিষেক পোড়েল আবার ৩১ রান করে লড়াই করেন।
কিন্তু মাত্র ১২৫ রান সব উইকেট হারায় বাংলা। হরিয়ানার অনুজ হীরা ঠাকরাল ৬ উইকেট নিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।