সংক্ষিপ্ত

এবারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলার বোলাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালেন তাঁরা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে জয়ের আশা জাগিয়ে তুলেছে বাংলা।

এবারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেলেও, দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে সরাসরি জয় পেতে পারে বাংলা। শুক্রবার প্রথম দিনই সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন বোলাররা। উত্তরপ্রদেশের ইনিংস মাত্র ২০.৫ ওভার স্থায়ী হয়। ৬০ রানে অলআউট হয়ে যায় উত্তরপ্রদেশ। দুই ওপেনার ও অধিনায়ক ছাড়া আর কেউ ২ অঙ্কের রান করতে পারেননি। বাংলার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান মহম্মদ কাইফ। ৫.৫ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ৮ ওভার বোলিং করে ৪টি মেডেন-সহ ২০ রান দিয়ে ৩ উইকেট নেন সূরজ সিন্ধু জয়সোয়াল। ৭ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ২৪ রান দিয়ে ২ উইকেট নেন ঈশান পোড়েল।

উত্তরপ্রদেশের ব্যাটিং ব্যর্থতা

নিজেদের ঘরের মাঠ কানপুরের গ্রিন পার্কে ব্যাটিং করতে নেমে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না উত্তরপ্রদেশের ব্যাটাররা। কানপুরে এখন প্রচণ্ড ঠান্ডা। তার সঙ্গে কুয়াশাও রয়েছে। পরিবেশ-পরিস্থিতির সুযোগ নিলেন বাংলার পেসাররা। উত্তরপ্রদেশের ওপেনার সমর্থ সিং সর্বাধিক ১৩ রান করেন। অপর ওপেনার আরিয়ান জুয়াল করেন ১১ রান। প্রিয়ম গর্গ করেন ৪ রান। অধিনায়ক নীতীশ রানা করেন ১১ রান। অক্ষদীপ নাথ করেন ৭ রান। ১ রান করেই আউট হয়ে যান করণ শর্মা। সমীর রিজভি করেন ৭ রান। সৌরভ কুমার করেন ২ রান। ভুবনেশ্বর কুমারও ২ রান করেন। রান পাননি অঙ্কিত রাজপুত (০)।

ভুবনেশ্বরের প্রত্যাঘাত

বাংলার বোলারদের অসাধারণ পারফরম্যান্সের পাল্টা দুর্দান্ত বোলিং করেন ভুবনেশ্বর। ১৩ ওভার বোলিং করে ৩টি মেডেন-সহ ২৫ রান দিয়ে ৫ উইকেট নেন এই পেসার। দিনের শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ৯১। সর্বাধিক ৩৭ রান করে অপরাজিত ওপেনার শ্রেয়াংস ঘোষ। ভুবনেশ্বেরর শিকার হয়েছেন সৌরভ পাল (১৩), সুদীপ কুমার ঘরামী (০), অনুষ্টুপ মজুমদার (১২), মনোজ (৩) ও অভিষেক পোড়েল (১২)। বাংলা এখন ৩১ রানে এগিয়ে। প্রথম ইনিংসে আর ১০০ রান করতে পারলেই বাংলার জয় নিশ্চিত হয়ে যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

David Teeger: ইজরায়েলকে সমর্থন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে অধিনায়ককে সরিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

Axar Patel: পাখির চোখ টি-২০ বিশ্বকাপ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, আইপিএল-এ ভালো পারফরম্যান্সের লক্ষ্যে অক্ষর

India Vs Pakistan: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবে? পিসিবি চেয়ারম্যানের মন্তব্যে জল্পনা