বৃহস্পতিবার শুরু রঞ্জি ট্রফি ফাইনাল, ৩৩ বছরের খরা কাটাতে মরিয়া বাংলা
- FB
- TW
- Linkdin
রঞ্জি ট্রফি ফাইনালের আগে বাংলা দলকে উৎসাহ দিতে ইডেনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস
রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা-সৌরাষ্ট্র লড়াই শুরু হচ্ছে বৃহস্পতিবার। তার আগে বুধবার ইডেন গার্ডেন্সে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাঁদের উৎসাহ দেন ক্রীড়ামন্ত্রী।
সিএবি কর্তাদের পাশাপাশি বাংলার কোচ-অধিনায়কের সঙ্গেও কথা বলেন ক্রীড়ামন্ত্রী
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, বাংলার কোচ লক্ষ্মীরত্ন শুক্লা, অধিনায়ক মনোজ তিওয়ারির সঙ্গে কথা বলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
সেমি ফাইনালে মধ্যপ্রদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলা
সেমি ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৩০৬ রানে জয় পেয়েছে বাংলা। এবার ফাইনালেও জয় ছাড়া অন্য় কিছু ভাবছেন না মনোজ-লক্ষ্মীরা। ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে মরিয়া বাংলা।
ফাইনালে নিজেদের সেরাটা দিতে তৈরি দল, জানালেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি
রঞ্জি ট্রফি ফাইনালের আগের দিন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি জানিয়েছেন, দলের কয়েকজন ক্রিকেটার সৌরাষ্ট্রর বিরুদ্ধে বদলা নেওয়ার কথা ভাবছেন। বাকিরা ফাইনালে নিজেদের সেরাটা দিতে তৈরি।
আকাশ দীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েলরা ফাইনালে সৌরাষ্ট্রর ব্যাটিং লাইনআপে ধস নামাতে তৈরি
এবারের রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলার বোলাররা। ফাইনালেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি আকাশ দীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েল, শাহবাজ আহমেদরা।
রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার অন্যতম ভরসা অধিনায়ক মনোজ, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামিরা
বাংলার অধিনায়ক মনোজ ছাড়াও ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামিরা রঞ্জি ট্রফি ফাইনালে অন্যতম ভরসা। ফাইনালেও তাঁরা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাবে বাংলা।
রঞ্জি ট্রফি ফাইনালেও বাংলার ভরসা বহু যুদ্ধের নায়ক অনুষ্টুপ মজুমদার
রঞ্জি ট্রফি সেমি ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান বাংলার মিডল অর্ডার ব্যাটার অনুষ্টুপ মজুমদার। ফাইনালেও তিনিই দলের অন্যতম ভরসা।
বাংলার কোচ লক্ষ্মীরতন বরাবরই লড়াকু ক্রিকেটার ছিলেন, কোচ হিসেবেও তিনি বেশ সফল
খেলোয়াড় হিসেবে কোনওদিন রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে পারেননি লক্ষ্মীরতন শুক্লা। তিনি যখন খেলতেন, সেই সময় রঞ্জি ট্রফিতে রানার্স হয়েছিল বাংলা। এবার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্মীরতনের একমাত্র লক্ষ্য।
বাংলার বোলিং কোচ শিবশঙ্কর পাল খেলোয়াড় হিসেবে দলকে সাফল্য এনে দিয়েছেন, এবার কোচ হিসেবেও সাফল্য চান
লক্ষ্মীরতন শুক্লা ও শিবশঙ্কর পাল একসঙ্গে দীর্ঘদিন ধরে বাংলার হয়ে খেলেছেন। তাঁরা এখন কোচিং করছেন। বাংলাকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করানোই লক্ষ্মী-ম্যাকোর লক্ষ্য।
১৯৮৯-৯০ মরসুমে শেষবার রঞ্জি ট্রফি চ্য়াম্পিয়ন হয়েছে বাংলা, ইডেনে তৃতীয়বার ট্রফি জয়ই লক্ষ্য
৩৩ বছর আগে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শেষবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলা। ফের চ্যাম্পিয়ন হওয়াই মনোজ-লক্ষ্মীরতনদের লক্ষ্য।