ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ফাইনালে প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রর স্কোর ২ উইকেটে ৮১। দিনের শেষে ক্রিজে হার্বিক দেশাই (৩৮) ও চেতন সাকারিয়া )(২)।
Ben Vs Sau Live Score Updates: প্রথম দিনের খেলা শেষ, সৌরাষ্ট্রর স্কোর ৮১/২

৩৩ বছর পর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইডেন গার্ডেন্সে সৌরাষ্ট্র্রের বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলা। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে সৌরাষ্ট্র। রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার হয়ে অভিষেক হল সুমন্ত গুপ্তর।
রঞ্জি ট্রফি ফাইনালে প্রথম দিনের শেষে সৌরাষ্ট্র স্কোর ৮১/২
প্রথম দিনের শেষপর্বে সৌরাষ্ট্রর দ্বিতীয় উইকেট তুলে নিল বাংলা
মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে আউট বিশ্বরাজ জাদেজা (২৫)। সৌরাষ্ট্রর দ্বিতীয় উইকেট পেল বাংলা।
সাবলীলভাবে ব্যাটিং করছেন সৌরাষ্ট্রর ব্যাটাররা, চাপে বাংলা
সৌরাষ্ট্রর প্রথম উইকেট তুলে নিলেও, তারপর থেকে আর কোনও ব্যাটারকে চাপে ফেলতে পারছেন না বাংলার বোলাররা। রান বাড়িয়ে চলেছে সৌরাষ্ট্র।
জয় গোহিলকে বোল্ড করে দিলেন আকাশ দীপ
৩৮ রানে প্রথম উইকেট হারাল সৌরাষ্ট্র। আকাশ দীপের বলে বোল্ড জয় গোহিল (৬)।
শুরু থেকেই ভালো ব্যাটিং সৌরাষ্ট্রর ওপেনারদের
সৌরাষ্ট্রর দুই ওপেনার হার্বিক দেশাই ও জয় গোহিল শুরু থেকেই সাবলীলভাবে ব্যাটিং করছেন। তাঁদের উপর চাপ তৈরি করতে ব্যর্থ বাংলার বোলাররা।
প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছে সৌরাষ্ট্র, দ্রুত উইকেট নেওয়ার লক্ষ্যে বাংলা
বাংলা প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে যাওয়ার পর এবার ব্যাটিং করতে নেমেছে সৌরাষ্ট্র। দ্রুত উইকেট নেওয়ার লক্ষ্যে বাংলার বোলাররা।
রঞ্জি ট্রফি ফাইনালে ১৭৪ রানে শেষ বাংলার প্রথম ইনিংস
ইডেন গার্ডেন্সে সৌরাষ্ট্রর বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে গেল বাংলা।
অর্ধশতরান করার পরেই আউট অভিষেক পোড়েল
৯৮ বলে ৫০ রান করে আউট অভিষেক পোড়েল। ১৭৪ রানে ৯ উইকেট হারাল বাংলা।
অর্ধশতরান করলেন অভিষেক পোড়েল
শাহবাজ আহমেদের পর অর্ধশতরান করলেন অভিষেক পোড়েল। লড়াই করছে বাংলা।
১৭২ রানে ৮ উইকেট হারাল বাংলা
৪ রান করে আউট হয়ে গেলেন আকাশ দীপ। ১৭২ রানে ৮ উইকেট হারাল বাংলা।
শুরু হতে চলেছে তৃতীয় সেশনের খেলা, রান বাড়ানোর লক্ষ্যে বাংলা
দ্বিতীয় সেশনে বাংলাকে লড়াইয়ে ফিরিয়েছেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। শাহবাজ ফিরে যাওয়ার পর এখন বাংলার ভরসা অভিষেক।
৬৯ রান করে আউট শাহবাজ আহমেদ
চা পানের বিরতির ঠিক আগে ৬৯ রান করে ধর্মেন্দ্রসিং জাদেজার বলে বিশ্বরাজ জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শাহবাজ আহমেদ। ১৬৬ রানে ৭ উইকেট হারাল বাংলা।
শাহবাজ আহমেদ-অভিষেক পোড়েলের জুটিতে যোগ হল ১০০ রান
৬৫ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলার। সেখান থেকে দলের স্কোর ১৬৬ রানে পৌঁছে দিলেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৬ উইকেটে ১৫০ পেরিয়ে গেল বাংলার স্কোর
শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ঘুরে দাঁড়াল বাংলা। ৬ উইকেটে ১৫০ পেরিয়ে গেল বাংলার স্কোর।
চাপের মুখে অসাধারণ লড়াই শাহবাজ আহমেদের
সৌরাষ্ট্রের বিরুদ্ধে পরপর উইকেট হারিয়ে বাংলা দল যখন কোণঠাসা, তখন অসাধারণ অর্ধশতরান করলেন শাহবাজ আহমেদ। তাঁকে যোগ্য সঙ্গত করছেন অভিষেক পোড়েল।
অর্ধশতরানের পথে শাহবাজ আহমেদ
সৌরাষ্ট্রর বিরুদ্ধে চাপের মুখে দুরন্ত লড়াই শাহবাজ আহমেদের। অর্ধশতরান করতে চলেছেন তিনি।
দ্বিতীয় সেশনে সহজ হয়ে গিয়েছে ব্যাটিং, ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন শাহবাজ-অভিষেক
প্রথম সেশনে ব্যাটিং করা যতটা কঠিন মনে হচ্ছিল, দ্বিতীয় সেশনে অতটা কঠিন মনে হচ্ছে না। সাবলীলভাবেই ব্যাটিং করছেন শাহবাজ আমহেদ ও অভিষেক পোড়েল।
সৌরাষ্ট্রর বিরুদ্ধে লড়াই করছেন শাহবাজ আহমেদ, ১০০ পেরিয়ে গেল বাংলার স্কোর
ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রর বিরুদ্ধে ভালো ব্যাটিং করছেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। এই জুটিই বাংলাকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারে।
শুরু দ্বিতীয় সেশনের খেলা, ভদ্রস্থ স্কোরের লক্ষ্যে বাংলা
রঞ্জি ট্রফি ফাইনালে প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হল। বাংলার হয়ে লড়াই করছেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল।
দ্বিতীয় সেশনে শাহবাজ আহমেদই ভরসা বাংলার
শাহবাজ আহমেদ যতক্ষণ ক্রিজে আছেন ভদ্রস্থ স্কোর করার আশা থাকছে বাংলার। ঘরের মাঠে অন্তত ১০০ না করতে পারলে বড় লজ্জায় পড়বে বাংলা দল।