সংক্ষিপ্ত
Rohit-Goenka: চুপিচুপি কী আলোচনা গোল তাদের মধ্যে? মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে জয়ের পরেও খানিকটা উদ্বিগ্নই দেখাচ্ছিল লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে।
Rohit-Goenka: মাঠে দাঁড়িয়ে রোহিত শর্মারm (Rohit Sharma) সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় কলকাতার এই শিল্পপতি তথা লখনউয়ের মালিককে (LSG Owner)। ভারতীয় দলের অধিনায়কের সঙ্গে ঠিক কী কথা হল?
জানা যাচ্ছে, দলের একাধিক বোলারের চোট নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রয়েছেন লখনউয়ের কর্ণধার (Sanjiv Goenka)। আর সেই পরিস্থিতি সামাল দিতে আইপিএল শুরুর আগে দল না পাওয়া শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) সই করাতে বাধ্য হয় ম্যানেজমেন্ট। কারণ চোটের জন্য আইপিএল (IPL 2025) থেকে ছিটকে গেছিলেন পেস বোলার মহসিন খান।
তাছাড়া সেইসময় ময়াঙ্ক যাদব, আকাশ দীপ এবং আবেশ খানও অনিশ্চিত ছিলেন। যদিও আবেশ প্রথম থেকে দলের সঙ্গে থাকলেও আকাশ দলে যোগ দেন মুম্বই ম্যাচের ঠিক আগে। আর ময়াঙ্ক এখনও বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রয়েছেন। আর তা নিয়েই রোহিতের সঙ্গে আলোচনা করছিলেন গোয়েঙ্কা। এমনটাই জানা গেছে।
তাঁকে আশ্বস্ত করে রোহিত নাকি বলেন, “স্যার, আপনি কেন এত চিন্তা করছেন? আপনার কাছে তো লর্ড রয়েছে।” কারণ, মুম্বইয়ের ক্রিকেটাররা আবার শার্দূলকে ‘লর্ড’ বলে ডেকে থাকেন।
এর কারণ হল, ভারতীয় দলের এই অলরাউন্ডার বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট দক্ষ। জানা যাচ্ছে, দল নিয়ে উদ্বিগ্ন সঞ্জীব গোয়েঙ্কাকে সেই কথাই বোঝাচ্ছিলেন রোহিত। প্রসঙ্গত, মুম্বই এবং ভারতীয় দলে একসঙ্গে খেলার সুবাদে শার্দূলের সঙ্গে রোহিতের সম্পর্ক বেশ ভালোই।
সবমিলয়ে জল্পনা বেশ তুঙ্গে উঠেছিল যে, হটাৎ আবার কী হল? আচমকা গোয়েঙ্কা কেন তাঁর কাছে ছুটে গেলেন। ওদিকে আবার মুম্বই প্রথম ম্যাচ জেতার পর, রোহিতকে ড্রেসিংরুমে গিয়ে জড়িয়ে ধরেন সচিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।