ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার এবং উইকেটকিপার কে এল রাহুল কি তাঁর কেরিয়ার সম্পর্কে কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন? সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এই জল্পনা তুঙ্গে উঠেছে।

ভারতীয় ক্রিকেট দল ও লখনউ সুপার জায়ান্টসের তারকা কে এল রাহুল কি কোনও বড় ঘোষণা করতে চলেছেন? তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তেমনই জল্পনা শুরু হয়েছে। এমনকী, অনেকে বলতে শুরু করেছেন, পেশাদার ক্রিকেট থেকে অবসরের কথাও ঘোষণা করতে পারেন রাহুল। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'আমার একটা ঘোষণা করার আছে। সঙ্গে থাকুন।' এই পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টস ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিতে পারেন রাহুল। সে বিষয়েও ঘোষণা করতে পারেন এই তারকা ক্রিকেটার। তবে তাঁর অবসর নিয়েই সবচেয়ে বেশি জল্পনা চলছে।

সত্যিই অবসর নিচ্ছেন রাহুল?

সোশ্যাল মিডিয়ায় রাহুলের নামে এক পোস্ট ভাইরাল হয়েছে। এই পোস্টে লেখা হয়েছে, 'অনেক ভাবনা-চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছি, পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করব। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কারণ, অনেক বছর ধরে এই খেলা আমার জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ।' এই পোস্ট সত্যি কি না, এ বিষয়ে সংশয় রয়েছে। ফলে রাহুল পরবর্তী ঘোষণা না করা পর্যন্ত জল্পনা অব্যাহত।

Scroll to load tweet…

জাতীয় দলে ফিরবেন রাহুল?

ভারতীয় দলের হয়ে ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই খেলেছেন রাহুল। এই তারকা এখনও পর্যন্ত ৫০ টেস্ট ম্যাচ, ৭৭ ওডিআই এবং ৭২ টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ঋষভ পন্থ চোট পেয়ে মাঠের বাইরে থাকার সময় জাতীয় দলের হয়ে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়ের দায়িত্বও সামলেছেন রাহুল। তবে সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না এই তারকা। দেশের মাটিতে পরপর টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজে জাতীয় দলে ফিরতে পারেন রাহুল।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

KL Rahul: আইপিএল-এ দ্রুততম ৪,০০০ রান, বিরাট কোহলির সঙ্গে একই সারিতে কে এল রাহুল

KL Rahul: কবে জাতীয় দলে ফিরবেন কে এল রাহুল? সন্দিহান ভারতের ব্যাটিং কোচ

IPL 2023: ক্রিস গেইলের রেকর্ড ভেঙে আইপিএল-এ দ্রুততম ৪,০০০ রান কে এল রাহুলের