সংক্ষিপ্ত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেননি। তবে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে চাপে ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১২৪ রান করল ভারতীয় দল। হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল ছাড়া কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারলেন না। ৪৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক। ২১ বলে ২৭ রান করেন অক্ষর। ২০ বলে ২০ রান করেন তিলক। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৪ রান। ওপেনার সঞ্জু স্যামসন প্রথম ম্যাচে শতরান করলেও, এদিন ৩ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। অপর ওপেনার অভিষেক শর্মা ৪ রান করেন। রিঙ্কু সিং করেন ৯ রান। ৭ রান করে অপরাজিত থাকেন আর্শদীপ সিং।

দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিং

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৪ ওভারে ১ মেডেন-সহ ২৫ রান দিয়ে ১ উইকেট নেন মার্কো জ্যানসেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন জেরাল্ড কোটজি। ৩ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন অ্যান্ডিল সিমেলেন। ১ ওভার বোলিং করে ৪ রান দিয়ে ১ উইকেট নেন এইডেন মার্করাম। ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ১ উইকেট নেন এনকাবায়মজি পিটার। ৪ ওভারে ২৪ রান দেন কেশব মহারাজ

৪ ম্যাচের সিরিজ জয়ের লক্ষ্যে ভারত

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-৩ হারের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় দল। টেস্ট দলের চেয়ে অবশ্য এই দল আলাদা। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-২০ সিরিজ জিততে পারলে বর্ডার-গাভাসকর ট্রফির আগে অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারতীয় ক্রিকেটারদেরও আত্মবিশ্বাস বাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিফলে ধ্রুব জুরেলের লড়াই, অস্ট্রেলিয়া সফরে বেসরকারি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ভারতীয় এ দল

ডারবানে ঝোড়ো শতরান সঞ্জু স্যামসনের, ভাঙলেন রোহিত শর্মা, যুবরাজ সিংয়ের রেকর্ড

সঞ্জুর শতরানের পর স্পিনারদের দাপট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় ভারতের