সংক্ষিপ্ত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজ ড্র করা নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। শেষ ম্যাচে জয় পেলেই সিরিজ দখল করবেন সূর্যকুমার যাদবরা।

দ্বিতীয় টি-২০ ম্যাচে অপ্রত্যাশিত হারের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ১১ রানে জয় পেল ভারতীয় দল। ঘটনাবহুল ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে গেলেন সূর্যকুমার যাদবরা। সিরিজের শেষ ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে ভারতীয় দল। বুধবার জয়ে সবচেয়ে বড় অবদান রাখলেন ৩ নম্বরে ব্যাটিং করতে নামা তিলক ভার্মা এবং ওপেনার অভিষেক শর্মা। ৫৬ বলে ১০৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিলক। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি এবং ৭টি ওভার-বাউন্ডারি। ২৫ বলে ৫০ রান করেন অভিষেক। তিনি ৩টি বাউন্ডারি এবং ৫টি ওভার-বাউন্ডারি মারেন। ভারতের অন্য কোনও ব্যাটার বড় রান পাননি। ওপেনার সঞ্জু স্যামসন (০) ২ বল খেলেই আউট হয়ে যান। সূর্যকুমার ৪ বল খেলে ১ রান করেই আউট হয়ে যান। হার্দিক পান্ডিয়া করেন ১৮ রান। রিঙ্কু সিং করেন ৮ রান। ৬ বলে ১৫ রান করেন রমনদীপ সিং। ১ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। ৬ উইকেটে ২১৯ রান করে ভারতীয় দল।

মার্কো জ্যানসেনের অর্ধশতরান

বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেটে ২০৮ রান করেই থেমে গেল দক্ষিণ আফ্রিকা। ১৭ বলে ৫৪ রান করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন মার্কো জ্যানসেন। তবে শেষ ওভারে তাঁকে থামিয়ে দেন আর্শদীপ সিং। ২২ বলে ৪১ রান করেন হেইনরিক ক্লাসেন। অধিনায়ক এইডেন মার্করাম করেন ২৯ রান। ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন আর্শদীপ। ৫৪ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ৫০ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক। ২৯ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর।

সেঞ্চুরিয়নে পতঙ্গের উৎপাত

এই ম্যাচে একাধিকবার বিঘ্ন ঘটে। প্রথমে বৃষ্টির জন্য কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর পতঙ্গের উৎপাতের জন্য কিছুক্ষণ খেলা বন্ধ হয়ে যায়। এই ম্যাচ জিতে সিরিজ জয়ের দিকে এগিয়ে গেল ভারতীয় দল। শুক্রবার সিরিজের শেষ ম্যাচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অবসর নিয়ে ধোনির পরিকল্পনা কী? জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস সিইও

রঞ্জি ট্রফিতে প্রথমবার ৫ উইকেট, আইপিএল নিলামের আগে ফর্মে অর্জুন তেন্ডুলকর

বিফলে ধ্রুব জুরেলের লড়াই, অস্ট্রেলিয়া সফরে বেসরকারি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ভারতীয় এ দল