Sunil Gavaskar: মহম্মদ সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বেশ ভালো বোলিং করেছেন। তিনি নিজেই অতিরিক্ত ওয়ার্কলোডের ধারণাটাকে উড়িয়ে দিয়েছেন। তাই এবার সুনীল গাভাসকারও মনে করছেন, ওয়ার্কলোড শব্দটা ভারতীয় ক্রিকেটে আর ব্যবহার করা উচিত নয়।

Sunil Gavaskar: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষে টেস্টে ছয় রানের জয়ের পর, ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন প্রাক্তন তারকা সুনীল গাভাসকার। সিরিজের পাঁচটি টেস্টেই খেলে ১৮৩.৩ ওভার বোলিং করা মহম্মদ সিরাজ, ওয়ার্কলোডের নামে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার ভারতীয় দলের যুক্তিকে কার্যত, খারিজ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন গাভাসকার। সিরাজের পারফরম্যান্স অন্যান্য ক্রিকেটারদেরও অনুকরণ করা উচিত এবং ওয়ার্কলোড শব্দটিকে ভারতীয় ক্রিকেটের অভিধান থেকেই বাদ দেওয়া উচিত বলে দাবি করেছেন তিনি।

কী জানিয়েছেন গাভাসকার?

তিনি বলেছেন, “সিরাজ মন দিয়ে এই সিরিজে বোলিং করেছেন। তিনি অতিরিক্ত ওয়ার্কলোডের ধারণাটাই উড়িয়ে দিয়েছেন। তাই আমার মনে হয়, ওয়ার্কলোড শব্দটা ভারতীয় ক্রিকেটে আর ব্যবহার করা উচিত নয়। অনেকদিন ধরেই আমি এটা বলে আসছি। টানা পাঁচটি টেস্টে টানা ৬,৭, এবং ৮ওভার স্পেল করেছেন সিরাজ। কারণ, দলের অধিনায়ক এবং দেশ তাঁর কাছ থেকে এটাই আশা করেছিল। ওয়ার্কলোড অনেক সময় হয় মানসিক! শারীরিক নয়। সিরাজের পারফরম্যান্স সেটাই প্রমাণ করেছে।" 

ওয়ার্কলোডের কথা মাথায় রেখে, ভারতীয় পেসার যশপ্রীত বুমরা সিরিজের মাত্র তিনটি টেস্টে খেলবেন বলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ঘোষণা করেন কোচ গৌতম গম্ভীর। বুমরার ওয়ার্কলোডের কথা মাথায় রাখতে হবে বলে গম্ভীর এবং নির্বাচকরা আগেই জানিয়েছিলেন। কিন্তু দেশের জন্য সীমান্তে পাহারা দেওয়া সেনারা কখনও ওয়ার্কলোডের কথা বলে পিছিয়ে আসেন না বলে মন্তব্য করেছেন গাভাসকার। নিজের জীবন বাজি রেখেই তারা সেখানে পাহারা দেন।

গাভাসকার আরও যোগ করেছেন, "ওয়ার্কলোডের কথা বলে পিছিয়ে দিলে সেরা খেলোয়াড়দের কখনও মাঠে নামানো যাবে না। আপনারা দেশের জন্য খেলছেন। তখন সবকিছু ভুলে যেতে হবে। সীমান্তে সেনারা আমাদের জন্য সেটাই করে থাকেন। জ্বর হয়েছে বলে কখনও কোনও সেনা অভিযোগ করেছে শুনেছেন? এক পায়ে ঋষভ পন্থ ব্যাটিংয়ে নামেননি। সব খেলোয়াড়দের কাছ থেকে দল সেটাই আশা করে থাকে। ছোটখাটো আঘাতের জন্য পিছিয়ে আসা উচিত নয়। কারণ, ১৪০ কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। এটাকে একটা বড় সম্মান হিসেবে ধরা উচিত।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।