Sarfaraz Khan: সরফরাজ খান সম্প্রতি জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। এমনকী, ভারতীয় এ দলেও তাঁর জায়গা হয়নি। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরেও ভারতীয় এ দলে এই ব্যাটারের জায়গা না হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
টেস্টে শতরান সরফরাজের
৬টি টেস্ট ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১টি শতরান এবং ৩টি অর্ধশতরান করেছেন সরফরাজ খান।

Congress spokesperson Shama Mohamed: ভারতীয় ক্রিকেট দল নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। তিনি এবার দল নির্বাচনে ধর্ম টেনে আনলেন। মুম্বইয়ের (Mumbai) ব্যাটার সরফরাজ খানের (Sarfaraz Khan) জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে আক্রমণ করেছেন শামা। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘সরফরাজ খান কি ওর পদবীর জন্যই নির্বাচিত হয়নি! শুধু জিজ্ঞাসা করছি। আমরা এ বিষয়ে গৌতম গম্ভীরের অবস্থান জানি।’ এই পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই জাতীয় ক্রিকেট দল নির্বাচনের ক্ষেত্রে রাজনীতি ও ধর্মকে টেনে আনার জন্য কংগ্রেস মুখপাত্রর সমালোচনা করছেন। অনেকে মনে করিয়ে দিচ্ছেন, ফর্ম ও দক্ষতার ভিত্তিতেই ভারতীয় দলে ক্রিকেটারদের বাছাই করা হয়। তাছাড়া দল নির্বাচন করেন নির্বাচকরা। সেখানে অধিনায়ক ও কোচ মতামত পেশ করতে পারেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেন নির্বাচকরাই।

বারবার বিতর্কিত মন্তব্য শামার

চলতি বছরই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) চলাকালীন ভারতের ওডিআই দলের তৎকালীন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন শামা। তিনি রোহিতকে 'মোটা', 'ভারতের সবচেয়ে প্রভাবহীন অধিনায়ক' বলেন। তবে ভারতীয় দল চ্যাম্পিয়ন হতেই তাঁর সুর বদলে যায়। ভারতীয় দল নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতার পরেই 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে ভারতীয় দল এবং রোহিতের প্রশংসা করেন শামা। তিনি লেখেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ জেতার ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। অধিনায়ক রোহিত শর্মাকে কুর্ণিশ। তিনি ৭৬ রানের অসাধারণ ইনিংস খেলে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন, জয়ের পথ দেখিয়েছেন। শ্রেয়াস আইয়ার ও কে এল রাহুল গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, ভারতকে জয়ের পথে নিয়ে গিয়েছেন। এই সাফল্য মনে রাখার মতো।’

Scroll to load tweet…

চোটের জন্যই বাদ সরফরাজ

চোটের জন্য সরফরাজকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছে। এই ব্যাটার দলীপ ট্রফি (Duleep Trophy) ও ইরানি কাপে (Irani Cup) খেলতে পারেননি। এই কারণেই তাঁকে ভারতীয় এ দলে সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। কিন্তু তারপরেও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।