সংক্ষিপ্ত

গত বছর টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। সেই জয়ের পর দেশে কী প্রতিক্রিয়া হয়েছিল, সেটা জানালেন তারকা ব্যাটার মহম্মদ রিজওয়ান।

গত বছর টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে হারিয়ে দেওয়ার পর দেশে অভূতপূর্ব প্রতিক্রিয়া হয়েছিল। অভিনন্দনের জোয়ার তো এসেছিলই, এমনকী সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ছিল অবিশ্বাস্য। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটনকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের ব্যাটার মহম্মদ রিজওয়ান জানিয়েছেন, 'আমরা যখন ভারতকে হারিয়ে দিই, তখন আমার কাছে সেটা শুধু একটা ম্যাচ ছিল। আর কিছু ভাবিনি। কিন্তু এরপর যখন আমরা পাকিস্তানে ফিরি, তখন বুঝতে পারলাম দেশের মানুষ আমাদের জয়ে কতটা খুশি হয়েছেন। তাঁরা আমাদের কতটা ভালবাসেন, সেটাও তখন বুঝলাম। তারপর থেকে আমি যখনই কোনও দোকানে যেতাম, কোনও দোকানদারই আমার কাছ থেকে টাকা নিতে চাইতেন না। তাঁরা আমাকে বলতেন, তুমি চলে যাও। আমরা তোমার কাছ থেকে টাকা নিতে পারব না। শুধু আমার কাছ থেকেই যে দোকানদাররা টাকা নিতে চাইতেন না এমন নয়, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরও একই অভিজ্ঞতা হয়েছে। ওদের কাছ থেকেও দোকানদাররা টাকা নিতে চাইতেন না।'

গত বছরের টি-২০ বিশ্বকাপের আগে পর্যন্ত ওডিআই বা টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয় পায়নি পাকিস্তান। গত বছরের টি-২০ বিশ্বকাপেই প্রথমবার ভারতের বিরুদ্ধে জয় পায় পাকিস্তান। সেই ম্যাচে ১০ উইকেটে জয় পান রিজওয়ানরা। সেই ম্যাচে ভারতীয় দল টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে। ৫৭ রান করেন বিরাট কোহলি। ৩৯ রান করেন ঋষভ পন্থ। রবীন্দ্র জাদেজা করেন ১৩ রান। হার্দিক পান্ডিয়া করেন ১১ রান। সূর্যকুমার যাদব করেন ১১ রান। পাকিস্তানের হয়ে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন হাসান আলি। শাদাব খান ও হ্যারিস রউফ ১ উইকেট করে নেন। রান তাড়া করতে নেমে ৭৯ রানে অপরাজিত থাকেন ওপেনার রিজওয়ান। অপর ওপেনার অধিনায়কর বাবর আজম ৬৮ রান করে অপরাজিত থাকেন।

এ বছর অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে সেই হারের বদলা নিয়েছে ভারতীয় দল। এ বছর ৩ বার ভারত-পাকিস্তানের লড়াই হয়েছে। এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ১ বার এবং টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে ১ বার পাকিস্তাকে হারিয়ে দেয় ভারতীয় দল। এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে ভারতীয় দলকে হারিয়ে দেয় পাকিস্তান। তবে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত, সেটা ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা।

আরও পড়ুন-

পুরনো ঘটনার জন্য দ্রাবিড়ের কাছে ক্ষমা চেয়ে নৈশভোজে আমন্ত্রণ ডোনাল্ডের

নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন, নতুন অধিনায়ক টিম সাউদি

বাংলাদেশ সফর থেকে ফিরেই রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে শতরান ঈশান কিষানের