The Ashes, 2025-26: চলতি অ্যাশেজের প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে অস্ট্রেলিয়া (Australia vs England)। শুক্রবার শুরু হয়েছে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। প্রথম দিনই চাপে পড়ে গেল ইংল্যান্ড।
KNOW
Australia vs England: দিনের শুরুটা দেখে সবসময় বোঝা যায় না বাকি দিন কেমন যাবে। বহুচর্চিত এই প্রবাদের সত্যতা শুক্রবার ফের দেখা গেল। মেলবোর্নে (Melbourne Cricket Ground) বক্সিং ডে টেস্ট ম্যাচের (Boxing Day Test Match) প্রথম দিনের শুরুতে ইংল্যান্ড শিবিরের হাসি চওড়া হয়েছিল। কিন্তু দিনের শেষে সেই হাসি দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া শিবিরে। ইতিমধ্যেই চলতি অ্যাশেজের (The Ashes, 2025-26) প্রথম তিন ম্যাচে জয় পেয়ে সিরিজ দখল করেছে অস্ট্রেলিয়া। ফলে চতুর্থ ও পঞ্চম ম্যাচ সিরিজের নিরিখে গুরুত্বহীন। কিন্তু এখন এই সিরিজে ৫-০ জয় পাওয়াই অস্ট্রেলিয়ার লক্ষ্য। শুক্রবার সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষেই এই ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি করল স্টিভ স্মিথের (Steven Smith) দল।
টসে জিতে ভালো শুরু করেও চাপে ইংল্যান্ড
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। শুরুতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ৩৪ রানের মধ্যে তিন উইকেট হারানোর পর ৪৫.২ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বাধিক ৩৫ রান করেন মাইকেল নেসার (Michael Neser)। ইংল্যান্ডের হয়ে ৪৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন জশ টাং (Josh Tongue)। ২৮ রান দিয়ে জোড়া উইকেট নেন গাস অ্যাটকিনসন (Gus Atkinson)। স্টোকস ও ব্রাইডন কার্স (Brydon Carse) এক উইকেট করে নেন। এরপর ব্যাটিং করতে নেমে ২৯.৫ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সর্বাধিক ৪১ রান করেন হ্যারি ব্রুক (Harry Brook)। অ্যাটকিনসন করেন ২৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ের পর বল হাতেও সাফল্য পান নেসার। তিনি ৪৫ রান দিয়ে চার উইকেট নেন। স্কট বোল্যান্ড (Scott Boland) ৩০ রান দিয়ে তিন উইকেট নেন। মিচেল স্টার্ক (Mitchell Starc) ২৩ রান দিয়ে জোড়া উইকেট নেন। ক্যামেরন গ্রিন (Cameron Green) এক উইকেট নেন।
কবে শেষ ম্যাচ?
মেলবোর্নে প্রথম দিনই বোঝা গিয়েছে, এই ম্যাচ পাঁচ দিনে গড়াবে না। প্রথম দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে চার। বোল্যান্ড চার ও ট্রেভিস হেড (Travis Head) শূন্য রানে অপরাজিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


