AUS vs WI: প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক শাই হোপ ৫৭ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন এবং ওপেনার ব্র্যান্ডন কিং ৩৬ বলে ৬২ রান করেন।
AUS vs WI: টেস্ট সিরিজ জয়ের পর, এবার টি-২০ সিরিজেও জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে চলতি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল (aus vs wi live)।
প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ
এদিন প্রথমে ব্যাট করে, ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাই হোপ দুরন্ত সেঞ্চুরি করেন। সেই সুবাদেই ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২১৪ রান করে ক্যারিবিয়ানরা। কিন্তু টিম ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরির দৌলতে, মাত্র ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় (Tim David Fastest T20 Century)।
স্কোরকার্ড:
ওয়েস্ট ইন্ডিজঃ ২১৪-৪ (২০)
অস্ট্রেলিয়াঃ ২১৫-৪ (১৬.১)
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাই হোপ ৫৭ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন এবং ওপেনার ব্র্যান্ডন কিং ৩৬ বলে ৬২ রান করেন। নিঃসন্দেহে ভালো ব্যাটিং। ওপেনিং জুটিতে দুই ব্যাটার মিলে ১১.৪ ওভারে ১২৫ রান যোগ করেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের অন্য কোনও ব্যাটার সেইভাবে বড় স্কোর খাড়া করতে পারেননি। যেমন শিমরন হেটমেয়ার মাত্র ৯ রানে প্যাভিলিয়নে ফিরে যান। তাছাড়া শেরফাইন রাদারফোর্ড করেন ১২ রান, রভম্যান পাওয়েলের সংগ্রহে ৯ রান এবং রোমারিও শেফার্ডের ঝুলিতে ৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে, অধিনায়ক মিচেল মার্শ করেন ১৯ বলে ২২ রান এবং গ্লেন ম্যাক্সওয়েলের ঝুলিতে ৭ বলে ২০ রান। তবে পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই জশ ইংলিস ৬ বলে ১৫ রান করে আউট হয়ে যান। ফলে, তখন অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়িয়ে ৩ উইকেট হারিয়ে ৬১ রান। এদিকে ক্যামেরন গ্রিনের ঝুলিতে ১৪ বলে ১১ রান। সবাই তখন কার্যত, ধরে নিয়েছেন অস্ট্রেলিয়া হয়ত এই ম্যাচ আর বের করতে পারবে না। এরপর ক্রিজে আসেন মিচেল ওভেন এবং করেন ১৬ বলে ৩৬ রান।
তবে ক্লাইম্যাক্স তখনও অনেক বাকি
ব্যাট করতে নামেন টিম ডেভিড এবং তাঁর বিধ্বংসী ব্যাটিং-এর দাপটে ওয়েস্ট ইন্ডিজের যাবতীয় চেষ্টা বিফলে যায়। মাত্র ৩৭ বলে ১০২ রানের ধুন্ধুমার ইনিংস উপহার দেন তিনি। বলা চলে, বাইশ গজে রীতিমতো তাণ্ডব চালান এই ব্যাটার। তাঁর সেই দাপটে খেলা থেকেই হারিয়ে যায় ক্যারিবিয়ানরা। টিম ডেভিডের সেই ইনিংসে ছিল ১১টি ছয় এবং ৬টি চার। ব্যাটিং গড় ২৭৫.৬৮।
১৬ ওভার পেরিয়ে ১৭ ওভারের প্রথম বলটিতেই বাউন্ডারি হাঁকিয়ে ৩৭ বলে প্রথম টি-২০ সেঞ্চুরিটি নিশ্চিত করেন ডেভিড এবং একইসঙ্গে অস্ট্রেলিয়াকেও জয় এনে দেন। মাত্র ১৬ বলেম হাফ সেঞ্চুরি করেন টিম ডেভিড। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে, টেস্ট খেলিয়ে কোনও দেশের বিরুদ্ধে এটি হল কোন ব্যাটারের করা তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

