U-19 Asia Cup: শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। শ্রীলঙ্কার হয়ে মিডল অর্ডারে অধিনায়ক বিমাথ দিনসারা করেন ৩২ রান ও চামিকা হিনাতিগালা করেন ৪২ রান। 

U-19 Asia Cup: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও মহারণ। মুখোমুখি ভারত বনাম পাকিস্তান (u19 asia cup 2025)। চলতি টুর্নামেন্টেরসেমিফাইনালে ভারত ৮ উইকেটে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে এবং পাকিস্তান ৮ উইকেটে বাংলাদেশকে পরাজিত করেছে (u19 asia cup final)। 

তারপরেই দুই দল ফাইনালে পৌঁছেছে। যদিও দুবাইতে বৃষ্টির জেরে, দুটি সেমিফাইনালই শুরু হতে অনেকটা দেরি হয়েছে। ফলে, খেলার ওভারও কমানো হয়। ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি ৫০ ওভার থেকে কমিয়ে ২০ ওভারের করা হয়। অন্যদিকে, পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচটি ৫০ ওভার থেকে কমিয়ে ২৭ ওভারে নামিয়ে আনা হয়।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। শ্রীলঙ্কার হয়ে মিডল অর্ডারে অধিনায়ক বিমাথ দিনসারা করেন ৩২ রান ও চামিকা হিনাতিগালা করেন ৪২ রান। শেষদিকে নেমে, বেশ ভালো খেলেন সেথমিকা সেনেভিরত্নে। নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে শ্রীলঙ্কা।

ভারতের হয়ে হেনিল পটেল এবং কনিষ্ক চৌহান ২টি উইকেট এবং কিশন কুমার সিংহ, দীপেশ দেবেন্দ্রন ও খিলান পটেল ১টি করে উইকেট পেয়েছেন। তবে ভারত জিতলেও বৈভব সূর্যবংশীর ব্যাটিং নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। তিনি পরপর দুটি চার মেরে তৃতীয় বলে ক্যাচ দিয়ে আউট হন। আইপিএল এবং তারপর জাতীয় দলে খেলার সুবাদে, বেশ ভালো অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এই তরুণ ব্যাটারের। 

চিন্তায় বৈভবের ফর্ম

আরও অনেকটা পথ জেতে হবে। তাই অবশ্যই তাঁকে বুঝতে হবে যে, প্রতিটি বলে বড় শট মারা যায় না। পরিস্থিতি, প্রতিপক্ষ এবং বোলার, সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে হবে। বৈভব কয়েকটি ম্যাচে বড় রান পেলেও তাঁর তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ। সেইদিনও এইরকম ফর্ম থাকলে বেজায় সমস্যায় পড়তে পারে ভারতীয় ক্রিকেট দল।

অপরদিকে, আয়ুষ মাত্রেও দ্রুত ফিরে যান। তবে ভারতের দুই ওপেনার আউট হয়ে গেলেও, টিম ইন্ডিয়ার জয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। কারণ, মিডল অর্ডারে যথেষ্ট ভরসা দিলেন অ্যারন জর্জ এবং বিহান মলহোত্র। এই দুই ব্যাটারই অর্ধশতরান করেছেন। 

সেই সুবাদেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।