Vijay Hazare Trophy 2026: টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। আর ব্যাট করতে নেমেই দাপট দেখাতে শুরু করে হায়দ্রাবাদ। ওপেনার আমন রাও পেরালা অনবদ্য ডবল সেঞ্চুরি উপহার দেন। তিনি করেন ২০০ রান। 

Vijay Hazare Trophy 2026: বিজয় হাজারে ট্রফিতে হায়দ্রাবাদের জয়। পরাজয় বাংলার। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মঙ্গলবার, বিজয় হাজারে ট্রফির এলিট পর্বের ম্যাচে মুখোমুখি হয় বাংলা বনাম হায়দ্রাবাদ (bengal vs hyderabad)। আর সেই ম্যাচেই রীতিমতো দাপট দেখালেন হায়দ্রাবাদের ওপেনার আমন রাও পেরালা. উপহার দিলেন ২০০ রানের অনবদ্য ইনিংস। সেই ইনিংসে ভর করেই বড় স্কোরে পৌঁছয় হায়দ্রাবাদ। বাংলার হার ১০৭ রানে (vijay hazare trophy 2025-26)। 

বড় জয় হায়দ্রাবাদের

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। আর ব্যাট করতে নেমেই দাপট দেখাতে শুরু করে হায়দ্রাবাদ। ওপেনার আমন রাও পেরালা অনবদ্য ডবল সেঞ্চুরি উপহার দেন। তাঁর ব্যাট থেকে আসা ২০০ রানের ইনিংস নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় হায়দ্রাবাদের জন্য। অপরদিকে, দলের আরেক ওপেনার গাহলৌত রাহুল সিং-এর ঝুলিতে ৬৫ রান। 

সেইসঙ্গে, হায়দ্রাবাদের অধিনায়ক তিলক ভার্মা করেন ৩৪ রান, অভিরথ রেড্ডির সংগ্রহে ৫ রান এবং দলের উইকেটকিপার-ব্যাটার প্রাগনয় রেড্ডি ২২ রান যোগ করেন স্কোরবোর্ডে। এছাড়া প্রণব ভার্মা ৭ এবং চামা ভি মিলিন্দ করেন ৬ রান। নির্ধারিত ৫০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে হায়দ্রাবাদ। বাংলার হয়ে ৩ উইকেট নেন মহম্মদ শামি এবং ১টি করে উইকেট পান রোহিত দাস ও শাহবাজ আহমেদ। 

জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই বিপাকে পড়ে বাংলা। ওপেনার সুমিত নাগ ফিরে যান মাত্র ১০ রানে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ১৫ রান, করণ লালের ঝুলিতে ১৩ রান এবং সুদীপ কুমার ঘরামি খালি হাতে প্যভিলিয়নের পথে হাঁটা লাগান। 

দুরন্ত ব্যাটিং আমন রাও পেরালার 

তবে অনুষ্টুপ মজুমদার এবং শাহবাজ আহমেদ কিছুটা লড়াই করেন। অনুষ্টুপের ঝুলিতে ৫৯ রান এবং শাহবাজ সেঞ্চুরি করেন। অসাধারণ ব্যাটিং দক্ষতার পরিচয় দিলেন বাংলার এই ক্রিকেটার। তিনি করেন ১০৮ রান। 

অন্যদিকে, সুমন্ত গুপ্তর ঝুলিতে ২ রান, আকাশ দীপের সংগ্রহে ১২ রান এবং মহম্মদ শামি করেন ৭ রান। এছাড়া রোহিত দাস ১ রান ও মুকেশ কুমার ৬ রান করেন। ৪৪.৪ ওভারেই, বাংলার ইনিংস শেষ হয়ে যায় ২৪৫ রানে। 

হায়দ্রাবাদের হয়ে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২টি উইকেট পান কে নীতেশ রেড্ডি। চামা ভি মিলিন্দ, চিন্তলা রক্ষণ রেড্ডি, নীতিন সাই যাদব এবং প্রণব ভার্মা ১টি করে উইকেট পান। হায়দ্রাবাদ ১০৭ রানে জয়লাভ করেছে। ম্যাচের সেরা আমন রাও পেরালা। 

দুই দলের প্রথম একাদশ

হায়দ্রাবাদঃ প্রাগনয় রেড্ডি (উইকেটকিপার-ব্যাটার), গাহলৌত রাহুল সিং, তিলক ভার্মা (অধিনায়ক), আমন রাও পেরালা, অভিরথ রেড্ডি, প্রণব ভার্মা, কে নীতেশ রেড্ডি, চামা ভি মিলিন্দ, নীতিন সাই যাদব, মহম্মদ সিরাজ, চিন্তলা রক্ষণ রেড্ডি

বাংলাঃ অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুমিত নাগ (উইকেটকিপার-ব্যাটার), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ, সুমন্ত গুপ্ত, করণ লাল, আকাশ দীপ, মহম্মদ শামি, মুকেশ কুমার, রোহিত দাস

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।