Virat Kohli: টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরেই সস্ত্রীক বৃন্দাবনে বিরাট কোহলি
Virat Kohli at Vrindavan: বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) প্রায়ই দেশের বিভিন্ন প্রান্তে মন্দির, আশ্রমে পুজো দিতে যান। এবার তাঁদের বৃন্দাবনে গিয়ে পুজো দিতে দেখা গেল।

টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরেই সস্ত্রীক বৃন্দাবনে বিরাট কোহলি
সোমবারই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। মঙ্গলবার স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে উত্তরপ্রদেশের বৃন্দাবনে পুজো দিতে গেলেন বিরাট কোহলি।
বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে পুজো দিলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা
বেশ কিছুদিন ধরেই আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিচ্ছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাঁরা এই আধ্যাত্মিক গুরুর আশ্রমে গিয়ে পুজো দিলেন।
আশ্রমে পুজো দিতে গিয়ে অনুরাগীদের ক্যামেরাবন্দি বিরাট কোহলি-অনুষ্কা শর্মা
একটি গাড়িতে চড়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে পৌঁছন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। অনুরাগীদের মধ্যে তাঁদের নিয়ে উৎসাহ দেখা যায়। অনেকেই বিরুষ্কার ছবি তোলেন।
কয়েকদিনের মধ্যেই ফের শুরু হচ্ছে আইপিএল ২০২৫, তার আগে আধ্যাত্মিক শক্তি অর্জনের লক্ষ্যে বিরাট
এবারের আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। স্থগিত হয়ে যাওয়া আইপিএল ফের শুরু হওয়ার পর ভালো পারফরম্যান্স ধরে রাখাই বিরাটের লক্ষ্য। এই কারণে তিনি আধ্যাত্মিক শক্তি চাইছেন।
ক্রিকেট মাঠে ভালো পারফরম্যান্সের জন্য দীর্ঘদিন ধরেই আধ্যাত্মিক আশীর্বাদ নিচ্ছেন বিরাট কোহলি
বিরাট কোহলি আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাস করেন। এই কারণেই তিনি ক্রিকেট মাঠে সাফল্য পাওয়ার জন্য ধর্মগুরুদের আশীর্বাদ নেন।
উত্তরাখণ্ডের নৈনিতালে নিম করোলি বাবার আশ্রমেও পুজো দিতে গিয়েছেন বিরাট-অনুষ্কা
উত্তরাখণ্ডের নৈনিতালে নিম করোলি বাবার আশ্রম-সহ বিভিন্ন জায়গায় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে পুজো দিতে দেখা গিয়েছে।
ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা বিরাট কোহলির
কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। এবার এই ফর্ম্যাট থেকে সরে গেলেন বিরাট কোহলি।
বিসিসিআই কর্তারা কি বিরাট কোহলিকে অবসরের সিদ্ধান্ত বদলাতে রাজি করতে পারবেন?
বিসিসিআই কর্তারা বিরাট কোহলিকে অবসরের সিদ্ধান্ত বদল করার অনুরোধ জানিয়েছেন। কিন্তু বিরাট এই সিদ্ধান্ত বদল করবেন, এমন ইঙ্গিত পাওয়া যায়নি।
টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি দ্বিশতরানের রেকর্ড বিরাট কোহলির
টেস্ট ক্রিকেটে ৩০টি শতরান এবং ৭টি দ্বিশতরান করেছেন বিরাট কোহলি। তিনি ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি দ্বিশতরান করেছেন।
টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন বিরাট কোহলি
বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ৬৮টি টেস্ট ম্যাচ খেলে ৪০টিতে জয় পেয়েছে। ভারতের অন্যতম সফল অধিনায়ক বিরাট।

