West Indies vs Pakistan: পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ২০২ রানের বিশাল জয় পেয়ে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল।

West Indies vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। বলা ভালো, এবার ক্যারিবিয়ানদের কাছেও বিপর্যস্ত হল পাক ক্রিকেট দল। শেষ ওয়ানডে ম্যাচে, ২০২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। টস হেরে এই ম্যাচে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে তারা। নিঃসন্দেহে বিশাল স্কোর। 

আদতে পাকিস্তানের বোলিং এবং ব্যাটিং বলে কিছুই ছিল না এই ম্যাচে

৯৪ বলে ১২০ রান করে অপরাজিত থাকা শাই হোপ ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের সর্বোচ্চ স্কোরার। জবাবে ব্যাট করতে নেমে, পাকিস্তান মাত্র ২৯.২ ওভারে ৯২ রানেই অলআউট হয়ে যায়। ক্যারিবিয়ানদের হয়ে ৬ উইকেট একাই নেন জেইডেন সিলস। তিনি রীতিমতো পাকিস্তানকে ধ্বংস করে দেন। আর ৩০ রান করা সালমান আগা হলেন পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার। আদতে পাকিস্তানের বোলিং এবং ব্যাটিং বলে কিছুই ছিল না এই ম্যাচে।

মহাম্মদ নাওয়াজ অপরাজিত থাকেন ২৩ রানে, হাসান নওয়াজ (১৩) ছিলেন পাকিস্তানের তরফে দুই অঙ্কের রানে পৌঁছানো অন্য দুই ব্যাটার। স্কোরবোর্ড যেমনটা বলছে, পাকিস্তানের শুরুটা বেশ খারাপ হয়। মাত্র ২৩ রানের মধ্যেই তারা ৪ উইকেট হারায়। আর এই চারটি উইকেটই নেন সিলস। প্রথম ওভারেই সাইম আইয়ুব (০) আউট হন। উইকেটরক্ষক শাই হোপের হাতে ক্যাচ দিয়ে। তৃতীয় ওভারে পরপর দুই বলে আবদুল্লাহ শফিক (০), মোহাম্মদ রিজওয়ান (০) আউট হন। রিজওয়ান বোল্ড আউট হন। নবম ওভারে বাবর আজমকে ফিরিয়ে দিয়ে সিলস কার্যত, পাকিস্তানকে বিপাকে ফেলে দেন। সেখান থেকে ফিরে আসার মতো কোনও উপায় ছিল না তাদের হাতে। 

পরে আগা-নওয়াজ জুটি ৩৮ রান যোগ করে দলকে বাঁচানোর চেষ্টা করেছিলেন 

কিন্তু সফল হননি। নওয়াজকে আউট করে গুডাকেশ মোতি আবারও ম্যাচে ফিরিয়ে আনেন ওয়েস্ট ইন্ডিজকে। এরপর ব্যাট করতে হুসাইন তালাত (১) রোস্টন চেজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তার মধ্যে আগাও আউট হয়ে গেলে, পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ৭০। নাসিম শাহ (৬), হাসান আলী (০) কেও আউট করে দেন সিলস। আবরার আহমেদ (০) রানআউট হয়ে ফিরে যান। পাকিস্তানের ইনিংসে মাত্র একটি ছক্কা এবং ৬টি চার ছিল। ভাবা যায়?

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও খুব একটা ভালো ছিল না। ৬৮ রানের মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। ব্রেন্ডন কিং (৫), এভিন লুইস (৩৭), কাইসি কার্টি (১৭) এর উইকেট হারায় তারা। এরপর হোপ-শেফানে রাদারফোর্ড (১৫) জুটি ৪৫ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা স্বস্তি এনে দেন। কিন্তু রাদারফোর্ডকে ফিরিয়ে দিয়ে আইয়ুব আবারও ম্যাচে ফিরিয়ে আনেন পাকিস্তানকে। এরপর রোস্টন চেজ (৩৬)-হোপ জুটি ৬৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। 

নাসিম শাহ অবশ্য এই জুটি ভাঙেন। ম্যাচের ৪১ তম ওভারে, চেজকে বোল্ড করে দেন নাসিম। মোতি মহাম্মদ নওয়াজের বলে রিটার্ন ক্যাচ দিয়ে আউট হন তিনি। এর ফলে, ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৮৪। এরপর শেষ ৮ ওভারে ১১০ রান যোগ করেন হোপ-জাস্টিন গ্রিভস।

গ্রিভস ২৪ বলে অপরাজিত ৪৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল ২টি ছক্কা এবং ৪টি চার। ৯৪ বল খেলা হোপ ৫টি ছক্কা এবং ১০টি চার মারেন। পাকিস্তানের হয়ে নাসিম শাহ, আবরার আহমেদ ২টি করে উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।