সংক্ষিপ্ত
দলে ঋষভ পন্থের মতো দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছেন।
তাই গম্ভীর রাহুলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থের পরিবর্তে কেএল রাহুলকে খেলানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে একাধিক তথ্য তুলে ধরেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ঋষভ পন্থকে প্রথম একাদশে খেলানো হয়নি। কেএল রাহুলই ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক বলে জানিয়েছিলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর।
আসলে একদিনের ক্রিকেটে রাহুলের দুর্দান্ত রেকর্ডই ঋষভ পন্থের পরিবর্তে তাঁকে খেলানোর প্রধান কারণ বলে জানিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৩১টি একদিনের ম্যাচে ৮৭১ রান করেছেন ঋষভ পন্থ এবং ৩৩.৫০ গড় ৩৩.৫০। অন্যদিকে, কেএল রাহুল ৮১টি একদিনের ম্যাচে করেছেন ২৯৪৪ রান করেছেন এবং গড় ৪৮.২৬।
পিটিআইকে সৌরভ জানিয়েছেন, তাদের মধ্যে একজনকে বেছে নেওয়া সত্যিই খুব কঠিন কাজ। তবে রাহুলের দুর্দান্ত রেকর্ডই তাঁকে প্রথম একাদশে আসতে সাহায্য করছে। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপও আরই একটি কারণ। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে, মাঝের ওভারে কিছুটা ধাক্কা খেলেও ভারত সহজেই জিততে পেরেছে এই ব্যাটিং শক্তির জন্য।
তাছাড়া এক থেকে ছয় নম্বর পর্যন্ত যে সমস্ত ব্যাটাররা রয়েছেন, তারা প্রত্যেকেই সেঞ্চুরি করে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারত একবারই মাত্র হোঁচট খেয়েছিল। কিন্তু অক্ষর আউট হওয়ার পরেও রাহুল আসবে, তারপরে হার্দিক এবং জাদেজা আছে। ফলে, স্কোয়াডে একের পর এক দক্ষ ব্যাটসম্যান থাকায় ভারতের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলেই মনে করেন মহারাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।