সংক্ষিপ্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে চাপে ভারতীয় দল। চ্যাম্পিয়নশিপ ক্রমশঃ অস্ট্রেলিয়ার দিকে ঢলে পড়ছে।

ন'য়ের দশকে ক্রিকেটপ্রেমীরা ব্যঙ্গ করতেন, 'ভারত যখন বোলিং করে তখন পিচ ব্যাটারদের সাহায্য করে আর ভারত যখন ব্যাটিং করে তখন পিচ বোলারদের সহায়ক হয়ে ওঠে।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সম্পর্কেও সেই কটাক্ষ করা হলে কোনও জবাব দিতে পারবে না ভারতীয় দল। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনেই হারের আতঙ্ক তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ৭১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছে ভারত। কোনও ব্যাটারই এখনও পর্যন্ত দলকে ভরসা দিতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা ১৫, শুবমান গিল ১৩, চেতেশ্বর পূজারা ১৪, বিরাট কোহলি ১৪ রান করেছেন। এখন লড়াই করার চেষ্টা করছেন অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা। এটাই ভারতের ব্যাটিং লাইনআপের শেষ স্বীকৃত জুটি। বাকিদের উপর ভরসা করা যাবে না। অবশ্য বিখ্যাত ব্যাটাররাই যেখানে দলকে ভরসা দিতে পারছেন না তখন টেল-এন্ডাররা আর কীই বা করবেন!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনই স্টিভ স্মিথ ও ট্রেভিস হেডের অসাধারণ লড়াইয়ের সুবাদে ভারতকে কোণঠাসা করে দেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন অবশ্য পাল্টা লড়াই করেন মহম্মদ সিরাজ, মহম্মদ সামিরা। ৪৬৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। যে কোনও মাঠেই টেস্ট ইনিংসে এই স্কোর বিশাল। ফলে ভারতীয় দলের লড়াই অত্যন্ত কঠিন। অস্ট্রেলিয়াকে পাল্টা চাপে ফেলতে হলে ভারতের ইনিংসের শুরুটা ভালো হওয়া জরুরি ছিল। আক্রমণাত্মক ভঙ্গিতেই ব্যাটিং শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত ও শুবমান। কিন্তু দলের ৩০ রানের মাথায় বিপক্ষের অধিনায়ক প্যাট কামিন্সের বলে এলবিডব্লু হয়ে যান রোহিত। স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই স্কট বোল্যান্ডের বলে বোল্ড হয়ে যান শুবমান। 

দলের সবার আগে ইংল্যান্ডে পৌঁছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নিজেকে তৈরি করেন পূজারা। তাঁর উপর ভরসা করেছিল দল। কিন্তু পূজারাও ১৪ রান করেই ক্যামেরন গ্রিনের বলে বোল্ড হয়ে যান। এরপর বিরাটও আউট হয়ে যান। মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথকে ক্যাচ দেন বিরাট। 

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক রানে পিছিয়ে থাকলে আর ম্যাচে ফিরতে পারবে না ভারতীয় দল। রাহানে ও জাদেজা যদি অসামান্য ব্যাটিং করে দলকে লড়াইয়ে রাখতে পারেন তাহলেই এই ম্যাচে ভারতের ঘুরে দাঁড়ানোর আশা থাকবে।

আরও পড়ুন-

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ১১১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন স্মিথ-হেড

WTC Final 2023: সিরাজের ৪ উইকেট, প্রথম ইনিংসে ৪৬৯ অলআউট অস্ট্রেলিয়া

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস