Women’s Premier League 2026: ভারতীয় দল মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের উইমেনস প্রিমিয়ার লিগ নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়ে গিয়েছে। এবারও এই লিগ সফল হবে বলে আশা বিসিসিআই-এর (BCCI)।

DID YOU
KNOW
?
বিশ্বচ্যাম্পিয়ন ভারত
ভারতীয় দল প্রথমবার সিনিয়র পর্যায়ে মহিলাদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। ফলে দেশে মহিলাদের ক্রিকেট নিয়ে আগ্রহ বেড়ে গিয়েছে।

WPL 2026 Opening Ceremony: শুক্রবার উইমেনস প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে চলেছেন ইয়ো ইয়ো হানি সিং (Yo Yo Honey Singh)। আইপিএল-এর (IPL) শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে বলিউডের (Bollywood) ঘনিষ্ঠ যোগাযোগ দেখা যাচ্ছে। ক্রিকেটের সঙ্গে বিনোদন মিশে গিয়েছে। ডব্লুপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানেও ক্রিকেটের সঙ্গে বিনোদনের সংমিশ্রণ দেখা যাবে। ভারতীয় হিপ-হপ (Indian hip-hop) ও পাঞ্জাবি পপ (Punjabi pop) সঙ্গীতের ডনপ্রিয় শিল্পী ইয়ো ইয়ো হানি সিং। তিনি গত দেড় দশক ধরে দর্শক-শ্রোতাদের মাতিয়ে দিচ্ছেন। ‘ব্রাউন রঙ্গ’ (Brown Rang), 'আংরেজি বিট' (Angreji Beat), 'লুঙ্গি ডান্স' (Lungi Dance) তাঁর অন্যতম জনপ্রিয় গান। শুক্রবার নভি মুম্বইয়ের (Navi Mumbai) ড. ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতেও (Dr DY Patil Sports Academy) দর্শকদের মাতিয়ে দিতে তৈরি এই সঙ্গীতশিল্পী।

থাকবেন জ্যাকলিন ফার্নান্ডেজ

শুক্রবার উইমেনস প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে থাকবেন বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। প্রাক্তন মিস শ্রীলঙ্কা ইউনিভার্স (Miss Sri Lanka Universe) এই অভিনেত্রী ভারতে অত্যন্ত জনপ্রিয়। তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনয় ও নাচের জন্য বিখ্যাত হয়ে উঠেছেন। বিতর্কেও জড়িয়ে পড়েছেন জ্যাকলিন। তিনি শুক্রবার বিশেষ পারফরম্যান্স দেখাবেন। ফলে দর্শকদের জন্য চমক থাকছে।

মুম্বই ইন্ডিয়ানস-আরসিবি লড়াই

উইমেনস প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। ভারতীয় দল প্রথমবার সিনিয়র পর্যায়ে যে কোনও ফর্ম্যাটে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) জয় দেশে মহিলাদের ক্রিকেট নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। গত কয়েক মরসুমে ডব্লুপিএল-এর জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে এবার গত মরসুমের চেয়েও বেশি আগ্রহ দেখা যাচ্ছে। বিশ্বচ্যাম্পিয়ন ক্রিকেটারদের খেলা দেখার জন্য স্টেডিয়ামে ভিড় জমাবেন ক্রিকেটপ্রেমীরা। সবারই আশা, ভালো খেলা দেখা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।