সংক্ষিপ্ত
ভারতীয় ক্রিকেট ও বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। কিন্তু তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
জনপ্রিয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে জনপ্রিয় কোরিওগ্রাফার তথা অভিনেত্রী ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ কি আসন্ন? সোশ্যাল মিডিয়া পোস্টে এই জল্পনা উস্কে দিয়েছেন চাহাল। তিনি লিখেছেন, ‘কঠোর পরিশ্রম মানুষের চরিত্রের উপর আলো ফেলে। সবাই নিজের যাত্রার কথা জানে। সবাই নিজের যন্ত্রণার কথা জানে। এই জায়গায় পৌঁছনোর জন্য কী করতে হয়েছে, সেটাও নিজের জানা। সারা বিশ্ব সে কথা জানে। সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। বাবা-মাকে গর্বিত করে তোলার জন্য অনেক ঘাম ঝরাতে হয়েছে। গর্বিত ছেলে হিসেবে সবসময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হয়।’ চাহালের এই সোশ্যাল মিডিয়া পোস্ট তাঁর অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে। বেশ কিছুদিন ধরেই চাহালের সঙ্গে ধনশ্রীর বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে। এবার হয়তো সেই জল্পনা সত্যি হতে চলেছে।
চাহাল-ধনশ্রীর সম্পর্কের অবনতি
২০২০ সালের ডিসেম্বরে হরিয়ানার গুরগাঁওয়ে চাহাল-ধনশ্রীর বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরেই তাঁদের সম্পর্কের অবনতি হয়। ২০২৩ সালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘চাহাল’ পদবী বাদ দেন ধনশ্রী। পাল্টা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ধনশ্রীর সব ছবি মুছে ফেলেছেন চাহাল। এই দম্পতি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন বলেও জানা গিয়েছে। তাঁদের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তাঁরা গত কয়েক মাস ধরে একসঙ্গে থাকছেন না। এর আগেও স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট করেন চাহাল। সেই সময়ও তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা শুরু হয়েছিল। তবে সেই সময় বিবাহবিচ্ছেদের জল্পনা থামিয়ে দিয়েছিলেন চাহাল। তবে এবার তাঁদের বিবাহহিচ্ছেদ অবশ্যম্ভাবী বলেই মনে হচ্ছে।
তৃতীয় ব্যক্তির জন্য বিবাহবিচ্ছেদ?
চাহাল ও ধনশ্রীর সম্পর্কের মাঝে তৃতীয় কোনও ব্যক্তি এসে পড়েছেন কি না, সে বিষয়ে জল্পনা চলছে। চাহাল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ধনশ্রীর সব ছবি মুছে দিলেও, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সব ছবি রেখে দিয়েছেন ধনশ্রী। এই দম্পতি এখনও বিবাহবিচ্ছেদের জল্পনা প্রসঙ্গে মুখ খোলেননি। কিন্তু তাঁদের আচরণ বলে দিচ্ছে, সম্পর্ক স্বাভাবিক নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
BCCI: বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ যুজবেন্দ্র চাহাল, ঋষভ পন্থের অবনমন
আরসিবি কেন আইপিএল জিততে পারছে না? জবাব হাতড়াচ্ছেন যুজবেন্দ্র চাহাল
আইপিএল-এর পর আপাতত কিছুদিন অবসর, রাস্তায় ক্রিকেট খেলছেন যুজবেন্দ্র চাহাল