Indian Super League: ভারতের অন্যতম প্রধান ফুটবল লিগ তথা ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট কাটার সম্ভাবনা তৈরি হল অনেকটাই (indian super league 2025)।
Indian Super League: আইএসএল নিয়ে বড় আপডেট। এবার ভারতের অন্যতম প্রধান ফুটবল লিগ তথা ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট কাটার সম্ভাবনা তৈরি হল অনেকটাই (indian super league 2025)। শনিবার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, প্রতিযোগিতা কবে থেকে শুরু হবে, তা আগামী সপ্তাহে জানানো হবে (indian super league controversy)।
ফেডারেশনের এমার্জেন্সি কমিটির বৈঠক
সূত্রের খবর, সম্ভবত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে এই মেগা প্রতিযোগিতা। আইএসএল নিয়ে সমস্যা মিটে গেছে বলেই দাবি এআইএফএফ-এর। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ফেডারেশনের এমার্জেন্সি কমিটির বৈঠক ছিল শনিবার। সেখানে এআইএফএফ-এফএসডিএল কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে যে রিপোর্ট পাঠানো হয়ছে, তা পর্যালোচনা করা হয়।
উল্লেখ্য, ২ জানুয়ারির মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সেই রিপোর্ট সঠিক সময়েই এসে পৌঁছয়। এমার্জেন্সি কমিটির কর্তারা জানিয়েছেন, ফেডারেশন নিজেই লিগ পরিচালনা করবে এবং পরের সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে আইএসএল-এর দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।
এমার্জেন্সি কমিটি যা যা প্রস্তাব দিয়েছে, সেই অনুযায়ী, সব নিয়ম মেনে লিগ আয়োজন করা হবে। গোটা টুর্নামেন্টের আয়োজনের দায়িত্বে থাকবে ফেডারেশন নিজেই। সব খরচও এআইএফএফ বহন করবে।
ফেডারেশনের তরফ থেকে লিগ আয়োজন?
প্রসঙ্গত, একাধিক ফুটবলার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন শুক্রবার। সেই ভিডিও বার্তায় ভারতীয় ফুটবলের সমস্যা মেটাতে তারা ফিফার তরফে হস্তক্ষেপ চান। ঠিক তারপরের দিনই ফেডারেশনের তরফ থেকে লিগ আয়োজনের কথা ঘোষণা করে দেওয়া হল।
ফুটবলারদের কথায়, “জানুয়ারি মাস চলছে এখন। এই সময়, আইএসএল-এর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে খেলতে আপনাদের সামনে টিভির সামনে হাজির হওয়া উচিত। তার বদলে আমরা এখানে বসে আছি। প্রতিদিন ভয় এবং হতাশা নিয়ে দিন কাটাচ্ছি। আজ জোর গলায় একটা কথা বলতে এসেছি, যেটা আমরা সবাই জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমরা একটা আবেদন নিয়ে এসেছি। আমরা পাকাপাকিভাবে পঙ্গু হয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছি। ফুটবলকে বাঁচানোর জন্য একটা শেষ চেষ্টা করছি। ফিফার কাছে আবেদন, আপনারা দ্রুত হস্তক্ষেপ করুন বিষয়টিতে এবং ভারতের ফুটবলকে বাঁচানোর জন্য যা যা দরকার সেটাই করুন।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

