Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে আইএসএল-এর ক্লাবগুলিকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে রাজি নয় তারা। বরং, পাল্টা ফেডারেশনকে কয়েকটি শর্ত চাপিয়ে দিয়েছে ক্লাবগুলি। সেগুলি যদি মানা হয়, তাহলেই একমাত্র এআইএফএফ-এর প্রস্তাব মানবে তারা।
Indian Super League: আইএসএল নিয়ে সমস্যা অব্যাহত। ভারতের অন্যতম প্রধান ফুটবল লিগের ভবিষ্যৎ কোন পথে (indian super league 2025)? তা এখনও পরিষ্কার নয়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে আইএসএল-এর ক্লাবগুলিকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে রাজি নয় তারা (indian super league controversy)।
ফেডারেশনকে পাল্টা চিঠি আইএসএল ক্লাবগুলির
বরং, পাল্টা ফেডারেশনকে কয়েকটি শর্ত চাপিয়ে দিয়েছে ক্লাবগুলি। সেগুলি যদি মানা হয়, তাহলেই একমাত্র এআইএফএফ-এর প্রস্তাব মানবে তারা। এই প্রসঙ্গে বৃহস্পতিবার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ইতিমধ্যেই একটি চিঠি দিয়েছেন স্পোর্টিং ক্লাব দিল্লীর সিইও ধ্রুব সুদ।
উল্লেখ্য, জামশেদপুর ছাড়া আইএসএল-এর মোট ১৩টি ক্লাবের পক্ষ থেকে এই চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে লেখা আছে, আগে টুর্নামেন্টের জন্য কমার্শিয়াল পার্টনার ঠিক করতে হবে। তারপরেই তারা খেলতে নামবে। কারণ, অতিরিক্ত ফি দিয়ে আইএসএল খেলতে চাইছে না কোনও ক্লাবই।
নড়েচড়ে বসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
তাদের তরফ থেকে জানানো হয়েছে যে, যদি এআইএফএফ চায় তাহলে ৩ জানুয়ারি ফের একবার বৈঠকে বসতে রাজি আছে তারা। এদিকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক জানিয়ে দিয়েছে, আইএসএল হবেই। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কার্যত, নড়েচড়ে বসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
কিন্তু প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছে টাকা। এখনও সেই সমাধান হয়নি। মূলত, সেই বিষয়টি নিয়েই এআইএফএফ-এর সঙ্গে ক্লাবগুলির চিঠির আদান-প্রদান চলছে। এবার এইরকম পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার, নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়ে ফিল আইএসএল-এর ১৩টি ক্লাব।
আইএসএল আয়োজিত হলে সেই প্রতিযোগিতার কমার্শিয়াল রাইটস কার হাতে থাকবে, সেই বিষয়টি আগে চূড়ান্ত করে ফেলতে হবে। শুধু তাই নয়, এখনও ব্রডকাস্টারও ঠিক হয়নি। এইসব বিষয় না মেটা অবধি সম্মতি জানাতে চাইছে না আইএসএল-এর ক্লাবগুলি।
কারণ, এই পরিস্থিতির মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে হলে ক্লাবগুলিকে অতিরিক্ত ৬-৭ কোটি টাকা দিতে হবে। তাই অতিরিক্ত খরচ বহন করতে একেবারেই রাজি নয় তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

