Argentina vs Venezuela: শুক্রবার ভোরে, ম্যাচ শুরুর আগে তাঁর চোখের কোনায় যেন একটু জল দেখা গেল। মাঠে নেমে অবশ্য দুরন্ত ফুটবল উপহার দিলেন ‘এলএম ১০'। বুঝিয়ে দিলেন, তিনি স্বমহিমায় আছেন।

Argentina vs Venezuela: লিওনেল মেসি যেন ম্যাচ শেষে ভীষণ আবেগপ্রবণ। ঘরের মাঠে, আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি? অনন্ত এমনটাই মনে করছেন মেসিভক্তরা। 

তবে সেই অনুমানকেই কি স্পষ্ট করে দিলেন বিশ্বজয়ী এই অন্যতম মহাতারকা? শুক্রবার ভোরে, ম্যাচ শুরুর আগে তাঁর চোখের কোনায় যেন একটু জল দেখা গেল। মাঠে নেমে অবশ্য দুরন্ত ফুটবল উপহার দিলেন ‘এলএম ১০'। বুঝিয়ে দিলেন, তিনি স্বমহিমায় আছেন। 

আর্জেন্টিনা জার্সিতে জোড়া গোল করলেন তিনি। আর তারপরেই, পরিষ্কার বলে দিলেন, আগামী বছর বিশ্বকাপএর মঞ্চে খেলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি তিনি। তাঁর এই মন্তব্যের পরই শুরু হয়ে গেছে জল্পনা। 

Scroll to load tweet…

তাহলে কি বিশ্ব ফুটবলে মেসি যুগের অবসান?

শুক্রবার, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা। ইতিমধ্যেই বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু এই ম্যাচে নামার আগেই মেসি জানান, “এই ম্যাচটা খুবই স্পেশ্যাল হতে চলেছে। কারণ, যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ এটি।” 

কিন্তু তাঁর এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়ে যায়। ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে হয়ত আর কোনও ম্যাচেই মাঠে নামবেন না তিনি। তবে আগামী বছর অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপে হয়ত খেলতে নামবেন এবং তারপর ফুটবলকে বিদায় জানাবেন।

খেলার ৩৯ মিনিটে এবং ৮০ মিনিটে তাঁর পা থেকেই গোল আসে

Scroll to load tweet…

এদিন ভেনেজুয়েলাকে ৩-০ হারানোর পর মেসি বলেন, “বয়সের কথা মাথায় রেখে যুক্তি বলে, আমি আগামী বছর বিশ্বকাপে নামতে পারব না। কিন্তু বিশ্বকাপ প্রায় এসেই গেছে। আমিও তাই খেলতে খুবই আগ্রহী। কিন্তু আমি প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে চাই। আর আমি যদি মাঠে নেমে খেলাটা উপভোগ করতে না পারি, তাহলে সেখান থেকে সরে দাঁড়াব।” 

অন্যদিকে, ম্যাচ শুরুর আগে মেসির চোখে একটু জল দেখা যায়।ম্যাচের ৩৯ মিনিটে এবং ৮০ মিনিটে তাঁর পা থেকেই গোল আসে। এদিন কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে মেসির খেলা উপভোগ করেন প্রচুর দর্শক। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।