2026 FIFA World Cup qualification: চ্যাম্পিয়ন দল হিসেবে আগামী বছর বিশ্বকাপ খেলতে নামছে আর্জেন্টিনা। নীল-সাদা জার্সি পরে হয়তো এই টুর্নামেন্টেই শেষবার খেলতে নামছেন লিওনেল মেসি (Lionel Messi)।

DID YOU
KNOW
?
১১২
আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৯৩ ম্যাচ খেলে ১১২ গোল করেছেন লিওনেল মেসি।

Argentina vs Venezuela: ২০১১ সালের সেপ্টেম্বরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। সেই ভেনেজুয়েলার বিরুদ্ধেই হয়তো তিনি দেশের মাটিতে শেষ ম্যাচ খেলতে নামছেন। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোরে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (2026 FIFA World Cup qualification) দেশের মাটিতে শেষ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচ হতে চলেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে (Buenos Aires)। এই ম্যাচের আগে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, শুক্রবারই হয়তো দেশের মাটিতে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন মেসি। ২০২২ সালে বিশ্বকাপ (2022 FIFA World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যেতে চেয়েছিলেন এই মহাতারকা। তবে পরবর্তীকালে তিনি মত পরিবর্তন করেন। চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে খেলতে নামার তৃপ্তি উপভোগ করতে চান মেসি।

শীর্ষে থেকেই বিশ্বকাপে আর্জেন্টিনা

আগামী বছরের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লাতিন আমেরিকার গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। এখনও পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট পেয়েছেন মেসিরা। বাকি দলগুলি অনেক পিছিয়ে। ফলে যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে থেকেই বিশ্বকাপে খেলতে নামছে আর্জেন্টিনা। আগামী বছরের বিশ্বকাপ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA), কানাডা (Canada) ও মেক্সিকোতে (Mexico)। মেসি এখন ক্লাব ফুটবল খেলছেন মেজর লিগ সকারের (Major League Soccer) দল ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে। ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত। সেই সুবিধা কাজে লাগিয়ে ফের আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে চান মেসি

শুক্রবারের ম্যাচের আগে আবেগপ্রবণ মেসি

ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচের আগে স্কালোনি জানিয়েছেন, ‘লিও বলেছে, ওর কাছে এই ম্যাচ আলাদা। ও এই ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়বে। এটা সত্যি যে এটা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দেশের মাটিতে আমাদের শেষ ম্যাচ। আমাদের এই ম্যাচ উপভোগ করতে হবে। আশা করি এটা আর্জেন্টিনার মাটিতে লিওর শেষ ম্যাচ হবে না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।