- Home
- Sports
- Football
- Mohun Bagan: খারাপ খবর মোহনবাগানের জন্য, ছিটকে গেলেন এই দুই ফুটবলার! পরের ম্যাচে কী হবে?
Mohun Bagan: খারাপ খবর মোহনবাগানের জন্য, ছিটকে গেলেন এই দুই ফুটবলার! পরের ম্যাচে কী হবে?
- FB
- TW
- Linkdin
বলা চলে, সবুজ মেরুন রণতরী যেন ছুটে চলেছে অনবরত
মোট ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে অবস্থান করছে মোহনবাগান (Mohun Bagan)।
মাত্র একটি খেলায় হেরেছে তারা
৬টি জয় এবং ২টি ম্যাচ ড্র করেছে বাগান শিবির।
শেষ ম্যাচে চেন্নাইয়ান এফসিকে পরাজিত করেছে মোলিনা ব্রিগেড
তারা ১-০ গোলে জয় পেয়েছে।
আর এবার মোহনবাগানের (Mohun Bagan) সামনে নর্থইস্ট ইউনাইটেড
তবে এই ম্যাচে নামার আগে খারাপ খবর মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য।
কিন্তু কেন?
দলে তো এমনি সব ঠিকই আছে।
আসলে চলতি আইএসএল (ISL) মরশুমে চারটি হলুদ কার্ড দেখে ফেলেছেন শুভাশিস বোস
তাই পরের ম্যাচে নেই এই বাগান ডিফেন্ডার (Defender)।
সেইসঙ্গে, চলতি আইএসএল মরশুমে চারটি হলুদ কার্ড দেখেছেন আলবার্তো রডরিগেজও
তিনিও গত ম্যাচে কার্ডটি দেখেছেন। ফলে, তিনিও নেই পরের ম্যাচে।
স্বভাবতই, নর্থইস্টের বিরুদ্ধে এই দুটি ফুটবলারের সার্ভিস পাবে না বাগান শিবির
তাদের ছাড়াই খেলতে নামতে হবে।
মোহনবাগান হেডকোচ জোসে মোলিনাn (Jose Molina) কী বলছেন?
তাঁর কথায়, “একটি লম্বা টুর্নামেন্টে এগুলো খুবই স্বাভাবিক একটা বিষয়। তবে একসঙ্গে দুজন ফুটবলারের সাসপেনশন কিছুটা চাপ তৈরি করবে। কারণ, আমাদের দলে খুব বেশি সংখ্যক ডিফেন্ডার নেই।"
কিন্তু তিনি আশাবাদী
মোলিনার মতে, “তবে আমি নিশ্চিত, কিছু একটা সমাধান অবশ্যই সামনে আসবে। এই ব্যাপারটা নিয়ে আমাকে অবশ্যই চিন্তাভাবনা শুরু করতে হবে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।