সংক্ষিপ্ত

Bengaluru FC: অভিযোগ, অভিযোগ আর অভিযোগ। টুর্নামেন্ট শেষ! কিন্তু অভিযোগ শেষ হচ্ছে না।

Bengaluru FC: বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) অভিযোগ, আইএসএল ফাইনালে যুবভারতীতে তাদের সমর্থকরা আক্রান্ত হয়েছেন মোহনবাগান সমর্থকদের হাতে। তাই মোহনবাগানের সমর্থকদের একাংশের বিরুদ্ধে ভারতীয় ফুটবল ফেডারেশনে (All India Football Federation) অভিযোগও জানিয়েছে বেঙ্গালুরু এফসি।

 

 

মঙ্গলবার, একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে এই অভিযোগের কথা। সেখানে লেখা আছে, আইএসএল ফাইনাল চলাকালীনই মাঠের মধ্যে তাদের সমর্থকদের দিকে বাজি ছুঁড়ে মেরেছেন মোহনবাগানের কিছু সমর্থক। সেই বাজির আঘাতে বেঙ্গালুরুর এক সমর্থকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ। তাছাড়া আরও বেশ কয়েকজন সমর্থকের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে জানা গেছে। তাদের মধ্যে বেঙ্গালুরু এফসির মালিক পার্থ জিন্দল নিজেও আছেন।

এদিকে এই ঘটনার জেরে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং আইএসএল-এর আয়োজক সংস্থা এফএসডিএলের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছে বেঙ্গালুরু। তাদের দাবি, এই ঘটনার উপযুক্ত তদন্ত করা হোক। সেইসঙ্গে, স্টেডিয়ামগুলিকেও সুরক্ষিত করা হোক।

বেঙ্গালুরু এফসির কথায়, এই ঘটনায় হয়ত কারও প্রাণহানির আশঙ্কা ছিল না। কিন্তু ভবিষ্যতে এই ধরনের কোনও ঘটনা যাতে স্টেডিয়ামে না ঘটে, তা সুনিশ্চিত করতে হবে ফেডারেশনকেই।

উল্লেখ্য, আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুরে খেলতে গিয়ে সেখানকার সমর্থক এবং পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ জানিয়েছিল মোহনবাগান। তখন তাদের অভিযোগ ছিল, বেশ কিছু সবুজ মেরুন সমর্থককে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

আর এবার উল্টে প্রতিপক্ষ সমর্থকদের আঘাত করার অভিযোগ উঠেছে মোহনবাগানের বিরুদ্ধেই। তবে এদিন বেঙ্গালুরু এই বিবৃতি জারি করার পর এখনও এই প্রসঙ্গে মোহনবাগানের তরফ থেকে কিছু জানানো হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।