সংক্ষিপ্ত

প্রথম ম্যাচেই হার সাদকালো ব্রিগেডের। আইএসএল-এর (Indian Super League 2024-25) লড়াইতে সোমবার, নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে হার মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting Club)।

প্রথম ম্যাচেই হার সাদকালো ব্রিগেডের। আইএসএল-এর (Indian Super League 2024-25) লড়াইতে সোমবার, নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে হার মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting Club)।

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ গোলে হার সাদাকালো ব্রিগেডের। অতিরিক্ত সময়ের গোল করে নর্থ ইস্টকে জেতান আলাদিন আজারাই। তবে রক্ষণ দুর্বল হলেও আন্দ্রে চেরনিশভের ছেলেরা যথেষ্ট লড়াই করেছেন। ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত নর্থ ইস্টকে আটকে রেখেছিল তারা।

তবে এই কথা বাস্তব যে, সুযোগ ঠিকঠাক কাজে লাগাতে পারলে গোল করতে পারত মহামেডান। বেশ কিছু ভালো সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। বিশেষত খেলার শেষদিকে অল্পের জন্য অ্যালেক্সিস গোমেজ়ের শট বাইরে না গেলে, তাদেরই এগিয়ে যাওয়ার কথা।

তবে মহমেডান দলে বল ধরে খেলার মতো ফুটবলারের অভাব স্পষ্ট। ম্যাচের ৯ মিনিটে, প্রথম আক্রমণ করে নর্থ ইস্ট। বক্সের বাঁদিক থেকে গুইলেরমোর শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তার ঠিক ১০ মিনিট পর, আবার আক্রমণ করে নর্থ ইস্ট। এবার মহম্মদ বেমামেরের শট প্রতিহত হয় মহমেডান রক্ষণভাগের ফুটবলারদের দ্বারা।

তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মহমেডান একটি ভালো আক্রমণ তুলে আনে। বক্সের বাইরে থেকে শট নেন মিরজালল কাসিমভ। তাঁর শট গোলের ডান দিক দিয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধেও খেলা বেশ জমে ওঠে। তবে সুযোগ নষ্ট করেন নর্থ ইস্টের পার্থিব গগৈ। এমনকি, জিতিন পরপর দুটি সুযোগ তৈরি করলেও, গোল করতে পারেননি। যখন মনে হচ্ছিল যে, ম্যাচ হয়ত ড্র হতে চলেছে। ঠিক তখনই চমক। খেলার ৯৩ মিনিটে, থোই সিংহের থেকে পাস থেকে বাঁ-পায়ে শট নেন আলাদিন এবং গোল করে দলকে জয় এনে দেন।

শেষপর্যন্ত, ঘরের মাঠে মহামেডানকে ১-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল নর্থ ইস্ট ইউনাইটেড।

প্রথম ম্যাচেই হার সাদকালো ব্রিগেডের। আইএসএল-এর (Indian Super League 2024-25) লড়াইতে সোমবার, নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে হার মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting Club)।

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ গোলে হার সাদাকালো ব্রিগেডের। অতিরিক্ত সময়ের গোল করে নর্থ ইস্টকে জেতান আলাদিন আজারাই। তবে রক্ষণ দুর্বল হলেও আন্দ্রে চেরনিশভের ছেলেরা যথেষ্ট লড়াই করেছেন। ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত নর্থ ইস্টকে আটকে রেখেছিল তারা।

তবে এই কথা বাস্তব যে, সুযোগ ঠিকঠাক কাজে লাগাতে পারলে গোল করতে পারত মহামেডান। বেশ কিছু ভালো সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। বিশেষত খেলার শেষদিকে অল্পের জন্য অ্যালেক্সিস গোমেজ়ের শট বাইরে না গেলে, তাদেরই এগিয়ে যাওয়ার কথা।

তবে মহমেডান দলে বল ধরে খেলার মতো ফুটবলারের অভাব স্পষ্ট। ম্যাচের ৯ মিনিটে, প্রথম আক্রমণ করে নর্থ ইস্ট। বক্সের বাঁদিক থেকে গুইলেরমোর শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তার ঠিক ১০ মিনিট পর, আবার আক্রমণ করে নর্থ ইস্ট। এবার মহম্মদ বেমামেরের শট প্রতিহত হয় মহমেডান রক্ষণভাগের ফুটবলারদের দ্বারা।

তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মহমেডান একটি ভালো আক্রমণ তুলে আনে। বক্সের বাইরে থেকে শট নেন মিরজালল কাসিমভ। তাঁর শট গোলের ডান দিক দিয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধেও খেলা বেশ জমে ওঠে। তবে সুযোগ নষ্ট করেন নর্থ ইস্টের পার্থিব গগৈ। এমনকি, জিতিন পরপর দুটি সুযোগ তৈরি করলেও, গোল করতে পারেননি। যখন মনে হচ্ছিল যে, ম্যাচ হয়ত ড্র হতে চলেছে। ঠিক তখনই চমক। খেলার ৯৩ মিনিটে, থোই সিংহের থেকে পাস থেকে বাঁ-পায়ে শট নেন আলাদিন এবং গোল করে দলকে জয় এনে দেন।

শেষপর্যন্ত, ঘরের মাঠে মহামেডানকে ১-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল নর্থ ইস্ট ইউনাইটেড।

প্রথম ম্যাচেই হার সাদকালো ব্রিগেডের। আইএসএল-এর (Indian Super League 2024-25) লড়াইতে সোমবার, নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে হার মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting Club)।

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ গোলে হার সাদাকালো ব্রিগেডের। অতিরিক্ত সময়ের গোল করে নর্থ ইস্টকে জেতান আলাদিন আজারাই। তবে রক্ষণ দুর্বল হলেও আন্দ্রে চেরনিশভের ছেলেরা যথেষ্ট লড়াই করেছেন। ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত নর্থ ইস্টকে আটকে রেখেছিল তারা।

তবে এই কথা বাস্তব যে, সুযোগ ঠিকঠাক কাজে লাগাতে পারলে গোল করতে পারত মহামেডান। বেশ কিছু ভালো সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। বিশেষত খেলার শেষদিকে অল্পের জন্য অ্যালেক্সিস গোমেজ়ের শট বাইরে না গেলে, তাদেরই এগিয়ে যাওয়ার কথা।

তবে মহমেডান দলে বল ধরে খেলার মতো ফুটবলারের অভাব স্পষ্ট। ম্যাচের ৯ মিনিটে, প্রথম আক্রমণ করে নর্থ ইস্ট। বক্সের বাঁদিক থেকে গুইলেরমোর শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তার ঠিক ১০ মিনিট পর, আবার আক্রমণ করে নর্থ ইস্ট। এবার মহম্মদ বেমামেরের শট প্রতিহত হয় মহমেডান রক্ষণভাগের ফুটবলারদের দ্বারা।

তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মহমেডান একটি ভালো আক্রমণ তুলে আনে। বক্সের বাইরে থেকে শট নেন মিরজালল কাসিমভ। তাঁর শট গোলের ডান দিক দিয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধেও খেলা বেশ জমে ওঠে। তবে সুযোগ নষ্ট করেন নর্থ ইস্টের পার্থিব গগৈ। এমনকি, জিতিন পরপর দুটি সুযোগ তৈরি করলেও, গোল করতে পারেননি। যখন মনে হচ্ছিল যে, ম্যাচ হয়ত ড্র হতে চলেছে। ঠিক তখনই চমক। খেলার ৯৩ মিনিটে, থোই সিংহের থেকে পাস থেকে বাঁ-পায়ে শট নেন আলাদিন এবং গোল করে দলকে জয় এনে দেন।

শেষপর্যন্ত, ঘরের মাঠে মহামেডানকে ১-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল নর্থ ইস্ট ইউনাইটেড।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।