Brazil Team 2025: ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নিয়েই নিজের জাত চেনাতে শুরু করলেন হেডস্যার কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti)।
Brazil Team 2025: ব্রাজিল ফুটবলে কি নব্য যুগের সূচনা? কারণ, ব্রাজিলের জাতীয় ফুটবল দলের হয়ে প্রথম কোনও বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিলেন ইতালির বর্ষীয়ান কোচ কার্লো আনসেলোত্তি। আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই চলে এল বড় চমক (brazil team 2025)।
আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ রয়েছে ব্রাজিলের। খেলতে হবে দুটি ম্যাচ। আর সেইজন্যই ২৫ জনের দল ঘোষণা করলেন তিনি। যে দলে সুযোগই পেলেন না তারকা ফুটবলার নেইমার (brazil team 2025 squad)।
কিন্তু অদ্ভুতভাবে তাঁর ঘোষণা করা দলে সুযোগ পেয়েছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ক্যাসেমিরো। সেইসঙ্গে, দলে অন্তর্ভুক্তি হয়েছে অ্যান্টনির এবং সুযোগ পেয়েছেন রিচার্লিসন। তবে নেইমারকে সুযোগ দেওয়া হয়নি।
কোচ কার্লো আনসেলোত্তি কী জানিয়েছেন?
তাঁর কথায়, “আমি চাই, যারা ফিট আছে তারাই দলে সুযোগ পাক। নেইমার সম্প্রতি একটা চোট পেয়েছে। তবে সবাই জানে যে, নেইমার খুবই গুরুত্বপূর্ণ একজন ফুটবলার।”
কিন্তু শুধু নেইমার একা নন, রদ্রিগোকেও দলে নেওয়া হয়নি। তবে স্কোয়াডে ফিরে এসেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার। অন্যদিকে, সদ্য সিবিএফ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া সামির জাউদ নিজেই বিমানবন্দরে আনসেলোত্তিকে স্বাগত জানাতে পৌঁছে যান। শুধু তাই নয়, ব্রাজিলে পা রাখার পর হেডকোচকে ১০ নম্বর’ জার্সি উপহার দেওয়া হয়।
এরপর সাংবাদিক সম্মেলনে আনসেলোত্তি জানান, "পৃথিবীর অন্যতম সেরা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করাটা সত্যিই অনেক সম্মানের এবং গর্বের একটা বিষয়। আমি বুঝতে পারছি জেম ব্রাজিল আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর এবং আমিও সেই আশাই রাখছি। ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব আমার হাতে তুলে দেওয়ার জন্য সিবিএফকে বিশেষ ধন্যবাদ।”
সেইসঙ্গে, তিনি যোগ করেন, “ব্রাজিলের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। বহু ব্রাজিলিয়ান ফুটবলারকে আমি কোচিং করিয়েছি। তাদের মধ্যে রয়েছে রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহো এবং কাফুরা। সাম্প্রতিককালে আমার কোচিংয়ে খেলেছে মিলিটাও, ভিনিসিয়াস এবং রদ্রিগোরাও। তাই বলতে দ্বিধা নেই যে, ব্রাজিলের সঙ্গে আমার কোচিং ক্যারিয়ারের সম্পর্ক একদম শুরু থেকেই রয়েছে। তবে রিওতে এই প্রথমবারের জন্য আসা।”
সেই কার্লো আনসেলোত্তির কোচিং-এই আগামী ৫ জুন, ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল এবং ১০ জুন তাদের ম্যাচ রয়েছে প্যারাগুয়ের বিরুদ্ধে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

