Carlo Ancelotti: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদের (Real Madrid) ম্যানেজার কার্লো অ্যান্সেলোত্তির চাকরি যেতে পারে। আর্সেনালের (Arsenal) কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) থেকে বিদায়ের পর সেই জল্পনা বেড়েছে।
Carlo Ancelotti Real Madrid: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনাল থেকে রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিদায়ের পরেই ম্যানেজার কার্লো অ্যান্সেলোত্তির (Carlo Ancelotti) ভবিষ্যৎ নিয়ে তীব্র জল্পনা-কল্পনা শুরু হয়েছে। আর্সেনালের (Arsenal) বিরুদ্ধে দুই পর্ব মিলিয়ে ১-৫ হারের পর অ্যান্সেলোত্তির মাদ্রিদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, রিয়াল মাদ্রিদ যদি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে, তাহলে অ্যান্সেলোত্তিকে ছাঁটাই করা হতে পারে। এখন সেই সম্ভাবনা নিয়েই আলোচনা চলছে। মাদ্রিদ ছাড়তে হলে ইটালিয়ান কোচের পরবর্তী গন্তব্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ব্রাজিলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন অ্যান্সেলোত্তি। কয়েকদিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যেতে পারে বলে জল্পনা চলছে।
অ্যান্সেলোত্তিকে কোচ করতে আগ্রহী ব্রাজিল
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (Brazilian Football Confederation) দীর্ঘদিন ধরেই অ্যান্সেলোত্তিকে জাতীয় দলের দায়িত্ব দিতে আগ্রহী। তবে এই ইটালিয়ান কোচ এতদিন ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেননি। এবার রিয়াল মাদ্রিদে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় ব্রাজিলের ফুটবল ফেডারেশনের কর্তারা উৎসাহিত হয়ে উঠেছেন। ব্রাজিলের জাতীয় দলের একাধিক ফুটবলার রিয়াল মাদ্রিদে অ্যান্সেলোত্তির কোচিংয়ে খেলছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে স্যান্তিয়াগো বার্নাব্যুতে ভিআইপি বক্সে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের ঘনিষ্ঠ ব্যবসায়ী দিয়েগো ফার্নান্ডেজকে দেখা গিয়েছে। যা সম্ভাব্য যোগাযোগের জল্পনা আরও বাড়িয়ে তুলেছে।
অ্যান্সেলোত্তিকে অব্যাহতি দেবে রিয়াল মাদ্রিদ?
রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন অ্যান্সেলোত্তি। তাঁর সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের চুক্তি আছে। কিন্তু তিনি এই ক্লাবে তাঁর ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেননি। আর্সেনালের কাছে হারের পর তাঁর পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আগামী বছর কী হবে দেখা যাক। আমি জানি না এবং আমি জানতেও চাই না।' এই অস্পষ্টতা ব্রাজিলকে অ্যান্সেলোত্তির পিছনে ছুটতে উৎসাহিত করেছে। সেলেকাও কর্তারা চলতি বছরের জুনের আগেই সিদ্ধান্ত নেওয়ার জন্য অ্যান্সেলোত্তিকে চাপ দিচ্ছে বলে জানা গিয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য একজন শীর্ষস্থানীয় কোচ নিশ্চিত করার আকাঙ্ক্ষা থেকেই ব্রাজিল এই ইটালিয়ান কোচের প্রতি আগ্রহী। কোনও স্পষ্ট প্রার্থী না থাকায় অ্যান্সেলোত্তির অভিজ্ঞতা এবং সাফল্য তাঁকে একটি আকর্ষণীয় বিকল্প করে তুলেছে। পরিস্থিতি যেমনই উন্মোচিত হোক না কেন, অ্যান্সেলোত্তির ভবিষ্যৎ অনিশ্চিত এবং অন্যান্য শীর্ষ দলের ক্রমবর্ধমান আগ্রহের মধ্যে রিয়াল মাদ্রিদকে তাদের কোচকে ধরে রাখার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


