অস্ত্রোপচার সফল, মাঠে ফিরে আরও ভালো পারফরম্য়ান্স দেখাবেন, আশাবাদী নেইমার
- FB
- TW
- Linkdin
অস্ত্রোপচার সফল, গোড়ালির চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরবেন, আশাবাদী নেইমার
প্য়ারিস সাঁ জা-র হয়ে খেলার সময় গোড়ালিতে মারাত্মক চোট পেয়ে চলতি মরসুমের জন্য ছিটকে গিয়েছেন ব্রাজিলের তারকা নেইমার। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। দ্রুত মাঠে ফিরবেন, আশাবাদী এই তারকা।
নেইমার কবে মাঠে ফিরবেন সে ব্য়াপারে এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না পিএসজি
নেইমার নিজে দ্রুত মাঠে ফেরার আত্মবিশ্বাসী হলেও, তাঁর ক্লাব প্য়ারিস সাঁ জা-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফুটবলার কবে মাঠে ফিরবেন সেটা এখনই বলা যাচ্ছে না। তাঁর এখন বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অস্ত্রোপচারের পর ফিট হয়ে উঠতে কয়েক মাস লেগে যেতে পারে।
কাতার বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন, ফের মাঠের বাইরে থাকতে হচ্ছে নেইমারকে
কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন। এবার ক্লাব দলের হয়েও খেলার সময় চোট পেলেন নেইমার। তাঁর পক্ষে চলতি মরসুমে আর মাঠে নামা সম্ভব হবে না।
প্য়ারিস সাঁ জা ছাড়ুন নেইমার, পরামর্শ ব্রাজিলের প্রাক্তন তারকা রিভাল্ডোর
প্য়ারিস সাঁ জা-র সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি থাকলেও, তাঁকে ক্লাব বদল করার পরামর্শ দিলেন ২০০২ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম নায়ক রিভাল্ডো। তাঁর মতে, উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগ জিততে পারে এমন কোনও দলে যোগ দেওয়া উচিত নেইমারের।
বড় কোনও ক্লাবে যোগ দিলে ব্য়ালন ডি'অর জিততে পারেন নেইমার, আশাবাদী রিভাল্ডো
৩১ বছরের নেইমার ইউরোপের ক্লাব ফুটবলে বার্সেলোনা, প্য়ারিস সাঁ জা-র হয়ে অনেকদিন ধরে খেললেও, ব্য়ালন ডি'অর জিততে পারেননি নেইমার। ইউরোপের বড় কোনও ক্লাবে যোগ দিলে সেই স্বপ্নপূরণ হতে পারে বলে আশাবাদী রিভাল্ডো।
আগামী মরসুমে প্য়ারিস সাঁ জা-য় অনিশ্চিত নেইমার, তাঁকে নতুন ক্লাব খুঁজতে হতে পারে
এবারও প্য়ারিস সাঁ জা-র উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগ অভিযান হতাশাজনকভাবেই শেষ হয়েছে। আগামী মরসুমে নতুন করে দল সাজানোর কথা ভাবছে ফ্রান্সের ক্লাবটি। লিওনেল মেসি, নেইমার জুনিয়রের মতো তারকাদের বাদ দিয়ে অন্য ফুটবলারদের নেওয়া হতে পারে।
প্য়ারিস সাঁ জা-র সতীর্থ লিওনেল মেসি, নেইমার জুনিয়রের সঙ্গে কথা বলেন না কিলিয়ান এমবাপে!
ভেনেজুয়েলার একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্যারিস সাঁ জা-য় একসঙ্গে খেললেও, লিওনেল মেসি, নেইমার জুনিয়র-সহ ৪ সতীর্থর সঙ্গে কথা বলেন না ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ফলে মেসি, নেইমার ক্লাব ছাড়লে খুশিই হতে পারেন এমবাপে।