East Bengal FC: ডুরান্ড কাপ (Durand Cup 2025) সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) কাছে হারের বদলা নিল ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2025) চ্যাম্পিয়ন হওয়ার কাছে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।
KNOW
Calcutta Football League 2025: গত মরসুমের কলকাতা ফুটবল লিগে যে ম্যাচ হয়নি, রবিবার সেই ম্যাচটাই হল। গতবার ইস্টবেঙ্গলের (East Bengal FC) বিরুদ্ধে না খেললেও, এবার খেলতে নেমে হেরে গেল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। ৩-১ জিতে খেতাবের একেবারে কাছে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ২২ সেপ্টেম্বর চলতি কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের (United Sports Club) বিরুদ্ধে জয় পেলেই খেতাব জিততে পারে বিনো জর্জের (Bino George) দল। রবিবার ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন জেসিন টিকে (Jesin TK)। অপর গোল করেন ডেভিড লাললানসাঙ্গা (David Lalhlansanga)। ডায়মন্ড হারবার এফসি-র হয়ে একমাত্র গোল করেন পবন ভেঙ্কটরত্নম। ইস্টবেঙ্গলের অভিজ্ঞ গোলকিপার দেবজিৎ মজুমদারের (Debjit Majumder) আউটিং ঠিক ছিল না। তাঁর ভুলেই গোল হজম করতে হয়। সেই সময় ম্যাচের ফল হয়ে যায় ১-১। তবে এরপর জেসিনের জোড়া গোলে লাল-হলুদ ব্রিগেডের জয় নিশ্চিত হয়ে গেল।
ডুরান্ড কাপের বদলা ইস্টবেঙ্গলের
ডুরান্ড কাপ (Durand Cup 2025) সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র কাছে ১-২ হেরে যায় ইস্টবেঙ্গল। রবিবার সেই হারের বদলা নিল লাল-হলুদ ব্রিগেড। এদিন দাপট দেখিয়েই জয় পেল ইস্টবেঙ্গল। এদিন বৃষ্টিভেজা মাঠে ২৩ মিনিটে প্রথম গোল করেন ডেভিড। আমন সি কে-র (Aman CK) কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে থাকা ডেভিডকে বল বাড়ান বিষ্ণু পিভি (Vishnu PV)। অনায়াসে জালে বল জড়িয়ে দেন ডেভিড। প্রথমার্ধে আর গোল হয়নি। ৭২ মিনিটে পল রামফাংজাউভার ফ্রি-কিক থেকে হেডে গোল করে সমতা ফেরান পবন। ৭৫ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের (Sayan Banerjee) কাছ থেকে বল পেয়ে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন জেসিন। এরপর তিনি সংযুক্ত সময়ে একক দক্ষতায় বক্সে ঢুকে পড়ে মাটিঘেঁষা শটে গোল করে ব্যবধান বাড়ান।
অসংখ্য সুযোগ নষ্ট
এদিন বড় ব্যবধানে জয় পেলেও, একের পর এক সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। জেসিনও সহজ সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন। না হলে তাঁর হ্যাটট্রিক হয়ে যেত এবং দলের জয়ের ব্যবধান বাড়ত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


