সংক্ষিপ্ত
এবারের কলকাতা ফুটবল লিগে গ্রুপ পর্যায়ের পর সুপার সিক্সের লড়াই হবে। মোহনবাগান সুপার জায়ান্ট সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারবে কি না, সেটাই সবচেয়ে বড় আকর্ষণ।
১১ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে থেকেই চলতি কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। ১০ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে সুপার সিক্সের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত করে ফেলেছে মহামেডান স্পোর্টিং ক্লাবও। কিছুটা পিছিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপ বি-তে ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সবুজ-মেরুন ব্রিগেড। ১১ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ক্যালকাটা কাস্টমস। শেষ ২ ম্যাচে জয় পেলে ২২ পয়েন্টে পৌঁছতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু শেষ ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কাস্টমস জয় পেলে সুপার সিক্সে পৌঁছে যাবে। ফলে চলতি কলকাতা লিগে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচগুলি নিয়ে আগ্রহ বেড়ে গিয়েছে।
পরিবর্তিত সূচি ঘোষণা আইএফএ-র
বুধবার নিজেদের মাঠে কলকাতা ফুটবল লিগে গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে ক্যালকাটা পুলিশের মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু বনধের কারণে সেই ম্যাচ স্থগিত করে দেয় আইএফএ। ৬ সেপ্টেম্বর নিজেদের মাঠে পুলিশের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। ২ সেপ্টেম্বর নৈহাটিতে পুলিশ এসি-র মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর ৫ সেপ্টেম্বর ব্যারাকপুরে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। ১ সেপ্টেম্বর মেজারার্স ক্লাবের মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব।
অপরাজিত ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি
চলতি কলকাতা লিগে গ্রুপ এ-তে ১১ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ডায়মন্ড হারবার এফসি। গ্রুপ এ-তে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল ডায়মন্ড হারবার এফসি। গ্রুপ বি-তে একমাত্র অপরাজিত দল ইস্টবেঙ্গল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ডুরান্ড কাপের ব্যর্থতা অতীত, আইএসএল, এএফসি চ্যালেঞ্জ লিগের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল
এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের গ্রুপে প্রতিপক্ষ কোন দলগুলি? জেনে নিন