সংক্ষিপ্ত

ফের বাতিল ম্যাচ। প্রবল বৃষ্টির জেরে ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে বাতিল হয়ে গেল মহামেডানের ম্যাচ।

ফের বাতিল ম্যাচ। প্রবল বৃষ্টির জেরে ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে বাতিল হয়ে গেল মহামেডানের ম্যাচ।

অনেকক্ষণ অপেক্ষা করার পরেও শেষ করা গেল না মহামেডান বনাম ভবানীপুরের (Mohammedan Sporting vs Bhawanipore FC) মধ্যে ম্যাচটি। প্রচণ্ড বৃষ্টির জন্য স্থগিত করে দেওয়া হল ম্যাচটি। যদিও ম্যাচ বাতিলের আগে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেছিল। তখনও কোনও গোল হয়নি।

তবে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League 2024) এই গুরুত্বপূর্ণ ম্যাচের বাকিটা কবে হবে, তা নির্ধারণ করবে আইএফএ (IFA)। এর আগেও মহামেডানের একটি ম্যাচ একইভাবে বৃষ্টির জন্য ভেস্তে গেছিল। সেই ম্যাচ সম্পন্ন হয় দুদিন মিলিয়ে। তবে সুপার সিক্সের (Super Six) এই ম্যাচের ভবিষ্যৎ কী হবে, সেটা এখনও জানা যায়নি। বাকিটা জানাবে আইএফএ।

প্রসঙ্গত, গত তিনটি মরশুম ধরে টানা কলকাতা লিগে চ্যাম্পিয়ন হলেও এবার ঘরোয়া লিগে খুব একটা ভালো জায়গায় নেই মহামেডান। সুপার সিক্সে উঠে গেলেও গ্রুপ এ-তে তৃতীয় হয়েছে হাকিম সেগেন্ডোর ছেলেরা।

মোট ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। অন্যদিকে, এই গ্রুপে শীর্ষে থাকা ডায়মন্ডহারবার এফসি তাদের থেকে ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছে। এমনকি, প্রথমবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন খেলেতে এসে সুরুচি সংঘের সংগ্রহে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট।

যা মহামেডানের থেকেও পাঁচ পয়েন্ট বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে, এবারও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে গেলে, সুপার সিক্সে দারুণ কিছু করতে হবে সাদা-কালো ব্রিগেডকে।

অপরদিকে, সুপার সিক্সে উঠে আসা ভবানীপুর এবার দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। তাদের ১২ ম্যাচে ৩১ পয়েন্ট। গ্রুপ বি-থেকে সুপার সিক্সে উঠে এসেছে ভবানীপুর। গ্রুপ পর্বে একটিমাত্র ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে তারা। আর একটিতে ড্র করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।