Calcutta Football League 2025: গত মরসুমে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়নশিপের নিষ্পত্তি এখনও হয়নি। এরই মধ্যে রবিবার এবারের কলকাতা ফুটবল লিগে কার্যত চ্যাম্পিয়নশিপ ম্যাচ হতে চলেছে।
KNOW
East Bengal FC vs Diamond Harbour FC: ডুরান্ড কাপ (Durand Cup 2025) সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র কাছে হারের বদলা কি কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League 2025) ম্যাচে নিতে পারবে ইস্টবেঙ্গল? রবিবার বিকেল তিনটেয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রুপ বি-র রানার্স দল ডায়মন্ড হারবার এফসি-র মুখোমুখি হচ্ছে গ্রুপ এ-র শীর্ষে থাকা ইস্টবেঙ্গল। যে দল এই ম্যাচে জয় পাবে, তাদের লিগ চ্যাম্পিয়ন হওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে। গত মরসুমেও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল এই দুই দল। কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে দল নামায়নি ডায়মন্ড হারবার এফসি। আইএফএ ইস্টবেঙ্গলকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করায় আদালতের দ্বারস্থ হয় ডায়মন্ড হারবার এফসি। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। এরই মধ্যে রবিবারের ম্যাচ হতে চলেছে।
আত্মবিশ্বাসী লাল-হলুদ শিবির
এবারের কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ইউনাইটেড কলকাতাকে (United Kolkata SC) ৩-০ হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। ফলে রবিবারের ম্যাচের আগে আত্মবিশ্বাসে ভরপুর দল। ডায়মন্ড হারবার এফসি-র মুখোমুখি হওয়ার আগে লাল-হলুদের কলকাতা ফুটবল লিগের দলের কোচ বিনো জর্জ (Bino George) বলেছেন, ‘গত ম্যাচের পর আমি বলেছিলাম, চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রতিটি ম্যাচকে আমরা ফাইনাল হিসেবে দেখছি। দুই দলই ক্লান্তি কাটানোর জন্য খুব বেশি সময় পায়নি। তবে আমরা রবিবারের ম্যাচের জন্য শারীরিক ও মানসিকভাবে তৈরি। ডায়মন্ড হারবার এফসি শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের পরিকল্পনা তৈরি। সমর্থকদের অনুরোধ করব, রবিবার বিকেলে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন ভরিয়ে তুলুন।’
ছন্দ ধরে রাখার লক্ষ্যে ইস্টবেঙ্গল
চলতি কলকাতা ফুটবল লিগে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে বিনোর দল। রবিবারের ম্যাচে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য। জয় পাওয়া জরুরি বলে ফের বিষ্ণু পি ভি (Vishnu P V), ডেভিড লাললানসাঙ্গাকে (David Lalhlansanga) প্রথম একাদশে রাখতে পারেন বিনো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


