Calcutta Football League 2025: কলকাতা ফুটবল লিগে এবার গড়াপেটার ছায়া। তদন্তভার গেল কলকাতা পুলিশের হাতে।
Calcutta Football League 2025: আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে কলকাতা ফুটবল লিগ ২০২৫। এবার উঠল গড়াপেটার অভিযোগ। চলতি ঘরোয়া লিগে এবার কার্যত, গড়াপেটার ছায়া। তদন্তভার গেল কলকাতা পুলিশের হাতে।
জানা যাচ্ছে, কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনের দুটি ক্লাব খিদিরপুর এসসি এবং মেজারার্স, তাদেরকে ঘিরেই অভিযোগ উঠছে। দুটি দলের তিনজন ফুটবলার এবং একজন সহকারী কোচের বিরুদ্ধে গড়াপেটায় জড়িত থাকার গুরুতর অভিযোগ সামনে এসেছে।
সেই অভিযুক্তদের সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ ইতিমধ্যেই তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের হাতে। সেই কথা বিবৃতি দিয়ে জানিয়েছেম বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। অভিযুক্ত দুই ক্লাব কর্তৃপক্ষের কাছেও জবাব তলব করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঠিক কী ঘটেছে?
খিদিরপুর দলের ফুটবলার অভীক গুহের বিরুদ্ধে মূলত এই গড়াপেটার অভিযোগটি উঠেছে। মেজারার্সের দুই ফুটবলার মুসলিম মোল্লা এবং সান্নিক মুর্মুর বিরুদ্ধেও ঠিক একই অভিযোগ সামনে আসছে। এছাড়া মেজারার্স ফুটবল দলের সহকারী কোচ রাজীব দে-র বিরুদ্ধেও গড়াপেটার অভিযোগ উঠেছে। তিনি নাকি নির্বাসিত অমিতাভ গঙ্গোপাধ্যায় নামে একজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতেন।
প্রসঙ্গত, এই অমিতাভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে গত বছরের কলকাতা লিগে গড়াপেটার গুরুতর অভিযোগ সামনে আসে। তদন্তে দোষী প্রমাণিত হওয়ার ফলে, তাঁকে নির্বাসিত করেছে আইএফএ। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বিতর্কিত ব্যক্তির সঙ্গেই দলের অনুশীলন চলাকালীন একাধিকবার কথা বলেন রাজীব। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ছড়িয়ে পড়েছে।
কীভাবে সামনে এল এই তথ্য?
গড়াপেটা রোধে আইএফএ যে বিশেষ এজেন্সির সঙ্গে কাজ করে থাকে, তারাই রিপোর্ট দিয়েছে এই তিন ফুটবলারের বিরুদ্ধে। কারণ, মাঠের মধ্যে সেই ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাদের সন্দেহ তৈরি হয়। সবথেকে বড় বিষয়, অভিযুক্ত এই তিন ফুটবলারের বিরুদ্ধেই গত মরশুমে দিল্লী ফুটবল লিগে গড়াপেটার অভিযোগ উঠেছিল। এবার কলকাতা লিগে একই অভিযোগ উঠতেই, সাময়িকভাবে সেই চারজনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, কলকাতা পুলিশ তাদের তদন্ত রিপোর্ট না দেওয়া পর্যন্ত, এই শাস্তি বহাল রাখা হবে। দোষী প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়তে পারেন তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
