East Bengal FC: কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League 2025) ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল। তবে এবারের কলকাতা লিগে কিছুটা পিছিয়ে পড়েছিল লাল-হলুদ ব্রিগেড। তবে পরপর ম্যাচ জিতে ফের ভালো জায়গায় বিনো জর্জের দল।
KNOW
Calcutta Football League 2025: কয়েকদিন আগেও চলতি কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে চাপে পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে পরপর দুই ম্যাচ জিততেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। মঙ্গলবার রেলওয়ে এফসি-কে ৩-০ হারিয়ে গ্রুপ এ-র শীর্ষে পৌঁছে গেল বিনো জর্জের দল। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এই ম্যাচ জিতে ৯ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত সবার উপরে লাল-হলুদ ব্রিগেড। বড় অঘটন না ঘটলে ইস্টবেঙ্গলের সুপার সিক্সের যোগ্যতা অর্জন নিশ্চিত। তবে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে হলে বাকি ম্যাচগুলিতে জয় পেতেই হবে। কারণ, কলকাতা ডার্বিতে (Kolkata Derby) জয় পেলেও, একাধিক ম্যাচে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। এই কারণেই বিনোর দলের উপর এখনও চাপ রয়েছে। দুই গ্রুপ থেকে সেরা তিন দল সুপার সিক্সের যোগ্যতা অর্জন করবে। এই কারণে প্রথম তিন দলের মধ্যে থাকার চেষ্টা করছে ইস্টবেঙ্গল।
জোড়া গোল সায়নের
রেলওয়ে এফসি-র বিরুদ্ধে শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট ছিল। প্রথম ৩০ মিনিটের মধ্যেই দলের জয় নিশ্চিত করে দেন তরুণ উইঙ্গার সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি ২৫ মিনিটে প্রথম গোল করেন। এরপর ২৮ মিনিটে দ্বিতীয় গোল করেন সায়ন। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে গোল হচ্ছিল না। শেষপর্যন্ত ৯০ মিনিটে ব্যবধান বাড়ান নাসিব রহমান।
কোচ মেহতাবের হার
এক দশক আগেও ইস্টবেঙ্গলের মাঝমাঠের স্তম্ভ ছিলেন মেহতাব হোসেন। এই মিডফিল্ডার পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর এবারের কলকাতা ফুটবল লিগে রেলওয়ে এফসি-র কোচ হিসেবে কাজ করছেন। তবে কোচ হিসেবে তিনি এখনও সাফল্য পাননি। তাঁর দল ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে। মাত্র এক ম্যাচে জয় পেয়েছে রেলওয়ে এফসি। এখনও কোচ হিসেবে দলকে ভালো জায়গায় নিয়ে যেতে না পারলেও, ভবিষ্যতে সাফল্য পাওয়ার লক্ষ্যে মেহতাব। তবে তাঁর কাজ সহজ হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


