সংক্ষিপ্ত
আবারও কলকাতা লিগ নিয়ে জট।
আবারও কলকাতা লিগ নিয়ে জট। সন্তোষ ট্রফি শেষ না হলে কলকাতা লিগ খেলতে নামবে না ডায়মন্ড হারবার এফসি।
এই কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ক্লাবের সহ সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়। ফলে, লিগ শেষ করা নিয়ে বেজায় চাপে পড়ে গেল আইএফএ।
মঙ্গলবারই সচিব অনির্বাণ দত্ত বৈঠকে বসেন ইস্টবেঙ্গল, মহামেডান এবং ডায়মন্ডহারবার এফসির কর্তাদের সঙ্গে। সেখানে তিনি অনুরোধ করেছিলেন যে, সাতদিন পর লিগের দুটি ম্যাচ খেলার জন্য। এরপর সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্লাবগুলিকে চব্বিশ ঘন্টার সময়ও দিয়েছিলেন তিনি। কিন্তু বুধবার, ডায়মন্ডহারবার এফসির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সন্তোষ ট্রফি শেষ না হলে তাদের পক্ষে লিগের বাকি দুটি ম্যাচে খেলা সম্ভব নয়।
ডায়মন্ডহারবার এফসির সহ সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এবারের কলকাতা লিগ জয়ের অন্যতম দাবিদার আমরাও। বর্তমানে আমাদের আটজন ফুটবলার বাংলা সহ অন্যান্য রাজ্যের হয়ে সন্তোষ ট্রফি খেলতে ব্যস্ত রয়েছেন। তাই তারা সন্তোষ ট্রফি খেলে না ফিরলে কলকাতা লিগ খেলা কোনওভাবেই সম্ভব নয় দলের পক্ষে।”
তিনি জানিয়েছেন, “এই দুটো ম্যাচকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েই বিবেচনা করছি। তাছাড়া আমাদের দলের কোচও এই মুহূর্তে ছুটিতে রয়েছেন। তিনি ফিরবেন আগামী ১২ ডিসেম্বর। তাই ডিসেম্বরের শেষে যখন আমরা আই লিগ টু-এর প্রস্তুতি শুরু করব, তখন এই দুটো ম্যাচ খেলতে পারব। তার আগে কোনওভাবেই লিগের ম্যাচ খেলা সম্ভব নয় আমাদের পক্ষে।”
জানা গেছে, এই মর্মেই আইএফএকে চিঠি পাঠিয়েছে ডায়মন্ডহারবার এফসি। যদিও এই বিষয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি আইএফএ সচিব। এদিকে আবাব্র ইস্টবেঙ্গলেরও একাধিক ফুটবলার সন্তোষ ট্রফি খেলতে ব্যস্ত। এমনকি, মহামেডান ফুটবলার ইরসাফিল দেওয়ানও বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলতে ব্যস্ত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।