সংক্ষিপ্ত

Kolkata News: রামনবমীর সকালে ভয়াবহ দুর্ঘটনা কলকাতার ঠাকুরপুকুরে। একটি গাড়ি বেপরোয়া গতিতে ঢুকে পড়ে বাজারে। পরপর ১০-১২ টি গাড়িকে ধাক্কা মারে বলে অভিযোগ বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…                                                        

Kolkata News: রামনবমীর সকালে ভয়াবহ দুর্ঘটনা কলকাতার ঠাকুরপুকুরে। একটি গাড়ি বেপরোয়া গতিতে ঢুকে পড়ে বাজারে। পরপর ১০-১২ টি গাড়িকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজনকে ধাক্কা মারে গাড়িটি। বেপরোয়া ওই গাড়ির ধাক্কায় অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনারস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ। আটক গাড়ির চালক। পরপর পথচারীদের ধাক্কা মারার অভিযোগ ওই চালকের বিরুদ্ধে।

সূত্রের খবর, ঠাকুরপুকুর বাজার থেকে বাখরাহাট রোড পর্যন্ত রাস্তায় পাইপ লাইন বসানোর কাজ চলছে। এই মুহূর্তে চার চাকা গাড়ি প্রবেশ নিষেধ। শুধুমাত্র দুই চাকা গাড়ি প্রবেশে অনুমতি রয়েছে। সেই নিষেধ উড়িয়ে একটি চারচাকা গাড়ি গলির ভিতরে ঢুকে পড়ে। গাড়ির গতি প্রায় ৫০ কিলোমিটার ছিল। অভিযোগ, সেই সময় রাস্তায় থাকা প্রায় ৭ থেকে ৮ জনকে ধাক্কা মারে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতাল ভর্তি নিতেও চায়নি। নিয়ে যেতে হয়েছে অন্য হাসপাতালে। বাড়ির লোকেরা আশঙ্কিত, আহত ব্যক্তিরা বাঁচবেন তো?

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সপ্তাহান্তে ছুটির দিনে একেবারে গমগম করছিল বাজার। স্থানীয়দের দাবি, হাঁসপুকুর থেকে ঠাকুরপুকুরের দিকে আসছিল গাড়িটি। অত্যন্ত বেপরোয়া গতি ছিল সেটির। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঢুকে পড়ে বাজারে। গাড়িতে চালক ছাড়াও গাড়ির মধ্যে একজন পুরুষ ও দুজন মহিলা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়ির চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, খাল পাড় বরাবর আসতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর একাধিক গাড়িতে ধাক্কা মারে। ধাক্কা মারে পথচারীদেরও। ঘটন ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়।

শুধু তাই নয়, ঘটনায় স্থানীয় কাউন্সিলরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। চারচাকা গাড়ি যেখানে ঢোকা নিষেধ, বাজারে ঢোকার মুখেই পুলিশের চেক পোস্ট রয়েছে। তারপরও সরু রাস্তায় গাড়ি ঢুকে কীভাবে ধাক্কা মারতে মারতে এল? কী ভাবে নিষেধাজ্ঞা উড়িয়ে গাড়িটি ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ বা সিভিক ভলান্টিয়ার কোথায় ছিল? প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার। এত বড় দুর্ঘটনার কথা শুনেও তিনি এলাকায় আসেননি বলে অভিযোগ স্থানীয়দের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।