Mohun Bagan Fan Club: মাঠের ভিতরে তো তারা চ্যাম্পিয়ন। এবার মাঠের বাইরেও মানবিক রুপ মোহনবাগান ফ্যান ক্লাবের।
Mohun Bagan Fan Club: দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকটের খবর আসতেই মানবিক উদ্যোগ নিল মোহনবাগান ফ্যান ক্লাব। মাঠের ভিতরে তো তারা চ্যাম্পিয়ন। গত মরশুমে আইএসএল ট্রফি এবং আইএসএল লিগ শিল্ড, দুটিই জিতেছে সবুজ মেরুন ব্রিগেড। এবার মাঠের বাইরেও মানবিক রুপ মোহনবাগান ফ্যান ক্লাবের (mohun bagan fans)।
কোন ফ্যান ক্লাবের উদ্যোগে এই মহৎ উদ্যোগ?
উল্লেখ্য, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ক্যানিং মহকুমা হাসপাতালের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করল প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাব। তাদের উদ্যোগেই রবিবার, আয়োজিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। যেখানে রক্ত দেন ক্লাবের সদস্যরা, বহু যুবক-যুবতী এবং এলাকার সাধারণ মানুষ। কার্যত, প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই প্রায় ৫০ জন এই রক্তদান কর্মসূচিতে শামিল হন (mohun bagan fan club)।
সেইসঙ্গে, আরও একটি অভিনব উদ্যোগ নিল এই ফ্যান ক্লাব কর্তৃপক্ষ। রক্তদাতাদের হাতে তারা উপহার হিসেবে তুলে দেন দুটি করে গাছের চারা এবং একটি করে ভলিবল। এই প্রসঙ্গে ক্লাব সভাপতি সাবির হোসেন শেখ জানিয়েছেন, “চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাব জন্মলগ্ন থেকেই এই ঘোষণা করেছিল যে, আমরা শুধুমাত্র খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি মুহূর্তে সমাজের বিভিন্ন প্রয়োজনে সবসময় নিয়োজিত থাকব। সেইমতোই আমরা সারাবছর সুন্দরবন এলাকার ছেলেমেয়েদের খেলাধুলার উন্নতির জন্য যেমন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকি, ঠিক তেমনই আবার সারাবছর ধরেই বিভিন্নরকম সামাজিক এবং মানবিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি। যেমন শীতের সময় কম্বল বিতরণ হোক কিংবা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের প্রয়োজনে এমন রক্তদান শিবির।"

চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের এই রক্তদান শিবিরে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সদস্য নিতাই মাইতি, বিশিষ্ট সমাজকর্মী দেবাশীষ বৈরাগী, সাইমুল হোসেন মোল্লা সহ ক্যানিং মহকুমা ব্লাড ব্যাঙ্কের মেডিকেল অফিসার কাকলি হালদার এবং আরও অনেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

