সংক্ষিপ্ত

এবারের কলকাতা লিগে ছন্দে ফিরতে একটু সময় নিল ইস্টবেঙ্গল। প্রথম কয়েকটি ম্যাচে দাপট দেখাতে না পারলেও, বৃহস্পতিবার অসাধারণ পারফরম্যান্স দেখালেন লাল-হলুদের তরুণ ফুটবলাররা।

বৃহস্পতিবারই এবারের কলকাতা লিগে নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেলল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচ উপলক্ষে সরগরম ছিল লেসলি ক্লডিয়াস সরণি। নিজেদের মাঠের গ্যালারি ভরিয়ে তুলেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁদের উল্লাসের মাত্রা বাড়িয়ে দিলেন আমন সি কে, অভিষেক কুঞ্জমরা। ইস্টার্ন রেলের বিরুদ্ধে ৫-১ গোলে জয় পেল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়েছিল লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল হয়। ২১ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন অভিষেক। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান ভ্যানলালপেকা গুইতে। ৩৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন আমন। এরপর ৫২ মিনিটে ইস্টার্ন রেলের হয়ে ব্যবধান কমান দিব্যেন্দু চন্দ। ৭৮ মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন আমন। ৮৮ মিনিটে ম্যাচের শেষ গোল করেন রাজিবুল মিস্ত্রি।

বৃহস্পতিবারই লাল-হলুদ জার্সি পরে প্রথম ম্যাচ খেললেন গুইতে। প্রথম দিনই চোখ টেনেছেন এই কিশোর। ১৬ বছর ২৭৮ দিন বয়সে ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করলেন গুইতে। তিনি লাল-হলুদের ইতিহাসে অন্যতম কনিষ্ঠ গোলদাতা। ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড এখনও বাইচুং ভুটিয়ার দখলে। ১৯৯৩ সালের ২ এপ্রিল ১৬ বছর ১০৯ দিন বয়সে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ম্যাচ খেলেন বাইচুং। সেদিন তিনি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে গোল করেন। গুইতে নিজেকে ধরে রাখতে পারলে বড় ফুটবলার হয়ে উঠবেন বলেই আশা সমর্থকদের।

ইস্টবেঙ্গলের সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাত এদিন খেলা দেখতে গিয়েছিলেন। তিনি কলকাতায় পা রাখার পরেই নৈহাটিতে খেলা দেখতে গিয়েছিলেন। সেই ম্যাচে অবশ্য বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলাররা। ১৬ মিনিটেই লাল কার্ড দেখেন তুহিন দাস। এরপর ম্যাচের শেষদিকে ফ্রি-কিক থেকে দীপ সাহার অসাধারণ গোলে এগিয়ে গেলেও, ইনজুরি টাইমে গোলকিপার মহম্মদ নিশাদ পি পি-র ভুলে গোল হজম করতে হয় ইস্টবেঙ্গলকে। ফলে ম্যাচ ড্র হয়ে যায়।

বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের গোলকিপার হিসেবে খেলার সুযোগ পান রঞ্জিৎ সরকার। তিনি ভালো পারফরম্যান্সই দেখান। ফলে পরের ম্যাচগুলিতেও খেলার সুযোগ পেতে পারে রঞ্জিৎই।

ম্যাচের সেরা আমন বলেছেন, ‘আমি ম্যাচের সেরার পুরস্কার আমাদের দলের সমর্থক, কোচ ও পরিবারকে উৎসর্গ করতে চাই।’

সোমবার কলকাতা লিগে পরের ম্যাচে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল

আরও পড়ুন-

এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে চিন, বাংলাদেশ, মায়ানমারের সঙ্গে একই গ্রুপে ভারত

বিশ্বকাপারের সামনে ছন্দপতন! কলকাতা লিগের ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে হোঁচট মোহবাগানের

অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার