সংক্ষিপ্ত
এবারের কলকাতা লিগে টানা ৩ ম্যাচ জিতে দুর্দান্ত জায়গায় ইস্টবেঙ্গল। শনিবার মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দেওয়ার পর লাল-হলুদ শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে।
মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ নৈহাটিতে সরে গেল। নিজেদের মাঠে এই ম্যাচ খেলার কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু কলকাতা পুলিশ আপত্তি জানিয়েছে। এই কারণেই নৈহাটিতে ম্যাচ সরিয়ে নিয়ে গেল আইএফএ। চলতি মরসুমে নৈহাটিতে প্রথম ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। এবারের কলকাতা লিগে ব্যারাকপুরে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল ইস্টবেঙ্গল। এরপর দ্বিতীয় ম্যাচ খেলে নিজেদের মাঠে। শনিবার কলকাতা ডার্বি হয় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এরপর নিজেদের মাঠে খেলার কথা থাকলেও, নৈহাটিতে খেলতে হচ্ছে সায়ন বন্দ্যোপাধ্যায়ের। নৈহাটির মাঠে বৃষ্টি হলে জল জমে যায়। অতীতে কলকাতা লিগে নৈহাটিতে ইস্টবেঙ্গলের ম্যাচ বাতিল হয়েছে। এই কারণে কিছুটা চিন্তায় লাল-হলুদ শিবির।
ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে ইস্টবেঙ্গল
চলতি কলকাতা লিগে প্রথম ৩ ম্যাচে ১২ গোল করেছে ইস্টবেঙ্গল। আদিত্য পাত্র, দেবজিৎ মজুমদাররা এখনও পর্যন্ত ৩ গোল হজম করেছেন। সব ম্যাচেই গোল খাচ্ছে ইস্টবেঙ্গল। এটা কোচ বিনো জর্জের কাছে চিন্তার বিষয়। কাস্টমসের বিরুদ্ধে গোল হজম না করে জেতার চেষ্টা করবে লাল-হলুদ ব্রিগেড। বড় ম্যাচ জেতার পরের ম্যাচে সাধারণত হোঁচট খায় ইস্টবেঙ্গল। গত ৯৯ বছর ধরে এটা দেখা যাচ্ছে। ব্যতিক্রম ছাড়া বড় ম্যাচ জেতার পরের ম্যাচে হয় ড্র করেছে, না হলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার যাতে সেটা না হয়, সে দিকে নজর দিচ্ছেন বিনো।
ইস্টবেঙ্গলে নতুন ফিটনেস কোচ
নতুন মরসুমে ইস্টবেঙ্গলের ফুটবলারদের যাতে ফিটনেস সংক্রান্ত সমস্যা না হয়, সেটা নিশ্চিত করার জন্য ফিটনেস কোচ হিসেবে উয়েফা প্রো লাইসেন্সধারী কার্লোস জিমেনেজ স্যানচেজকে নিয়ে আসা হয়েছে। লা লিগার বিখ্যাত ক্লাব ভিলারিয়াল-সহ বিভিন্ন ক্লাবে ফিটনেস কোচ হিসেবে ছিলেন কার্লোস। তিনি শনিবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Kolkata Derby: 'লাল-হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল,' মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে উড়ে গেল মোহনবাগান
East Bengal: কলকাতা ডার্বির আগের রাতে চলে এলেন 'দ্য ওয়াল', উজ্জীবিত লাল-হলুদ শিবির