সংক্ষিপ্ত

এবারের মরসুমের শুরুটা দারুণভাবে করেছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। কলকাতা লিগে ভালো পারফরম্যান্স ধরে রাখাই বিনো জর্জের প্রশিক্ষণাধীন দলের লক্ষ্য।

দীর্ঘদিন পর কলকাতা লিগে নিজেদের মাঠে ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ৭-১ জয় পেয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, জেসিন টি কে-রা। রবিবার জর্জ টেলিগ্রাফকে হারিয়ে কলকাতা ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লাল-হলুদ ব্রিগেডের লক্ষ্য। রবিবার নিজেদের মাঠে খেলা হওয়ায় প্রচুর সমর্থক এই ম্যাচ দেখতে আসবেন বলে আশা করছেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কো বিনো জর্জ। লাল-হলুদ জনতার উদ্দেশ্যে তাঁর বার্তা, 'আমাদের সমর্থকরা দলের টুয়েলফথ ম্যান। আমরা চাই আপনারা মাঠে আসুন। বাচ্চা ছেলেগুলো খুব ভালো খেলছে। আপনারা মাঠে এসে ওদের উৎসাহ দিন। আমি বলছি, ওরা ক্লাবের জন্য ১০০ শতাংশ দেবে। আপনারা শুধু ওদের পাশে থাকুন।'

ডার্বির আগে ফের বড় জয়ের লক্ষ্যে ইস্টবেঙ্গল

১৩ জুলাই কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। তার আগে ফের বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে লাল-হলুদ শিবির। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ম্যাচের আগে নিজেদের দল সম্পর্কে বিনো বলেছেন, ‘প্রথম ম্যাচের পর আমরা কয়েকদিন সময় পেয়েছি। অনুশীলনের মাধ্যমে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। সব দলই এই চেষ্টা করে। আমার মনে হচ্ছে আমরা ভালো জায়গাতেই আছি।’

ডার্বির আগে এগিয়ে ইস্টবেঙ্গল

চলতি কলকাতা লিগে এখনও পর্যন্ত জয় পায়নি মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে ভবানীপুর ক্লাবের সঙ্গে ১-১ ড্র করার পর শনিবার দ্বিতীয় ম্যাচে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকেও ২-২ ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড। ফলে রবিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে জয় পেলে মানসিকভাবে এগিয়ে থেকেই কলকাতা ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল। রবিবারের ম্যাচে এটাই লাল-হলুদ শিবিরের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: মহিলা দলেরও শক্তি বাড়ানোর পথে ইস্টবেঙ্গল, জাতীয় দলের তারকার সঙ্গে ২ বছরের চুক্তি

East Bengal: এখনও কলকাতায় এসে পৌঁছননি, তবে প্রস্তুতিতে খামতি নেই হিজাজি মাহেরের, দেখুন ভিডিও

Madih Talal: 'মাঝমাঠের রাজা' থাকতে চিন্তা কী! নতুন স্বপ্নে বুঁদ ইস্টবেঙ্গল