সংক্ষিপ্ত
বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগ। এই লিগে কোনও দলকেই পিছিয়ে রাখা যায় না। যে কোনও দলই জয় পেতে পারে। রবিবারও সেটাই দেখা গেল।
রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অপ্রত্যাশিতভাবে ফুলহ্যামের কাছে ১-২ গোলে হেরে গেল আর্সেনাল। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গিয়েও হেরে গেল গানার্সরা। অ্যাওয়ে ম্যাচে পঞ্চম মিনিটেই প্রথম গোল করে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। কিন্তু ২৯ মিনিটে ফুলহ্যামকে সমতায় ফেরান রাউল জিমেনেজ। এরপর ৫৯ মিনিটে জয়সূচক গোল করেন ববি ডে করডোভা-রিড। এই হারের ফলে ২০ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৪ নম্বরে থাকল আর্সেনাল। এদিন ফুলহ্যামের বিরুদ্ধে জয় পেলে লিগ টেবলের শীর্ষে পৌঁছে যেত গানার্সরা। কিন্তু তারা সেই সুযোগ হারাল। অন্যদিকে, ২০ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১৩ নম্বরে উঠে এল ফুলহ্যাম।
ফুলহ্যামের কাছে হেরে হতাশ আর্সেনাল শিবির
রবিবারের ম্যাচে হারের পর আর্সেনালের প্রধান কোচ মিকেল আর্টেটা বলেছেন, 'আজ আমরা মরসুমের সবচেয়ে খারাপ ম্যাচ খেললাম। আমাদের আক্রমণে গতি, উদ্দেশ্য বলে কিছু ছিল না। আমাদের রক্ষণও ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। আমরা দাপট দেখাতে পারিনি। আমরা বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে পারিনি। আমাদের এই ম্যাচে জয় প্রাপ্য ছিল না। ৩১ ডিসেম্বর আমাদের কাছে লিগের শীর্ষে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা সেটা করতে পারলাম না। ফলে এখন খারাপ লাগছে। কিন্তু এটাই ফুটবল। তবে আজকের হার হজম করা কঠিন। আমাদের এরকম খেললে চলবে না। গত ১৯ ম্যাচে যে পারফরম্যান্স দেখিয়েছি সেটাই দরকার।'
টটেনহ্যামের সহজ জয়
রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে সহজেই বর্নমাউথকে ৩-১ গোলে উড়িয়ে দিল টটেনহ্যাম হটস্পার। ৯ মিনিটে প্যাপ মাতার সারের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ৭১ মিনিটে ব্যবধান বাড়ান সন হিউং-মিন। ৮০ মিনিটে টটেনহ্যামের জয় নিশ্চিত করেন রিচার্লিসন। ৮৪ মিনিটে বর্নমাউথের হয়ে ব্যবধান কমান অ্যালেক্স স্কট। এই জয়ের ফলে ২০ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকল টটেনহ্যাম। ১৯ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে বর্নমাউথ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Cristiano Ronaldo: সর্বাধিক গোলদাতা হিসেবে বছর শেষ করে খুশি, নতুন বছরেও একই লক্ষ্যে রোনাল্ডো
Manchester United: নটিংহ্যাম ফরেস্টের কাছে হার, ম্যান ইউয়ের ব্যর্থতার পালা অব্যাহত